• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নির্বাচন শিডিউলে আটকে গেছে সরকারি স্কুলের ভর্তি পরীক্ষা


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৩, ২০১৮, ০৯:৫৭ পিএম
নির্বাচন শিডিউলে আটকে গেছে সরকারি স্কুলের ভর্তি পরীক্ষা

ঢাকা : আগামী জাতীয় সংসদ নির্বাচনের কারণে সারাদেশের স্কুলের বার্ষিক পরীক্ষা ১০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশনা থাকলেও সরকারি স্কুলে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়নি এখনও।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচনের তারিখ চূড়ান্ত না হওয়ায় একের পর এক বৈঠক করেও ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। তবে আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে এ পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক খসড়ায় ১৭, ১৮, এবং ১৯ ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠিত করার কথা থাকলেও তা চূড়ান্ত করা সম্ভব হয়নি। আবার ২৩ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তফসিল ঘোষণার পর মন্ত্রণালয় ২৫, ২৬, ২৭ ডিসেম্বর ভর্তি পরীক্ষা নেওয়ার খসড়া করলেও চূড়ান্ত করা সম্ভব হয়নি।
ফলে ভর্তি পরীক্ষা নির্বাচনের পরে অনুষ্ঠিত হবে বলে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। তবে সেই তারিখও নির্ধারণ করতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। গত রবিবার (১১ নভেম্বর) মন্ত্রণালয়ে এ সংক্রান্ত এক বৈঠক অনুষ্ঠিত হলেও তারিখ চ‚ড়ান্ত না করেই তা শেষ হয়।

এদিকে গতকাল সোমবার নির্বাচন কমিশন পুনঃতফসিল ঘোষণা করে নির্বাচনের তারিখ ৩০ ডিসেম্বর নির্ধারণ করেছে। এখন ভর্তি পরীক্ষা কত তারিখে অনুষ্ঠিত হতে পারে জানতে চাইলে মাউশির পরিচালক (মাধ্যমিক) ড. আব্দুল মান্নান বলেন, ‘নির্বাচনের তারিখ চূড়ান্ত না হওয়ায় ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা সম্ভব হয়নি।

তবে আজ  খবর পেলাম, আগামী ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ফলে পরীক্ষা জানুয়ারির প্রথম সপ্তাহেই হয়তো অনুষ্ঠিত হবে। কারণ কমিশন আগেই জানিয়েছে, নির্বাচনের আগে ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না। অন্যদিকে ১০ ডিসেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষা শেষ করতে হবে।’

এছাড়া পরীক্ষা কতো তারিখে অনুষ্ঠিত হচ্ছে জানতে চাইলে ড. আব্দুল মান্নান বলেন, ‘তারিখ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে জানুয়ারিতে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে আলাপ করেই তারিখ নির্ধারণ করা হবে।’

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!