• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভোর রাতে মিরপুরের বস্তিতে আগুন


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৪, ২০২০, ০২:৩৬ পিএম
ভোর রাতে মিরপুরের বস্তিতে আগুন

ঢাকা : রাজধানীর মিরপুরে চলন্তিকা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ জানুয়ারি) ভোর ৪টা ১১ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ১৫টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল সিকদার এ সব তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, শুক্রবার মধ্যরাতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা বস্তিতে ছড়িয়ে পড়ে। এতে অন্তত শতাধিক বসতঘর আগুনে পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে একজন আহত হয়েছেন। তদন্তের পর আগুন লাগার কারণ জানা যাবে।

অগ্নিকাণ্ডের কারণ ক্ষতিয়ে দেখার পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমোণ নিরূপণ করতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করেছে ফায়ার সার্ভিস।

মিরপুর-৭ নম্বর সেকশনে ঝিলের ওপর কাঠের পাটাতন দিয়ে গড়ে তোলা এই বস্তিতে ২০১৯ সালের ১৬ সালের ১৬ অগাস্ট সন্ধ্যায় অগ্নিকাণ্ডে পুড়ে যায় বস্তির প্রায় আড়াই হাজার ঘর।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!