• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যুর মিছিলে ১৯০০


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ১০, ২০২০, ০৯:২৯ এএম
যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যুর মিছিলে ১৯০০

ঢাকা: চীন থেকে ছড়ানো মহামারি করোনা ভাইরাসে বিশ্বজুড়ে ১আক্রান্ত ১৬ লাখ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া ৯৫ হাজার ৫২৬ জন এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। প্রাণহানিতে শীর্ষে অবস্থান করছে ইউরোপের কয়েকটি দেশ।

এদিকে যুক্তরাষ্ট্রে কোভিড-নাইনটিনে আক্রান্ত হয়ে একদিনে চার বাংলাদেশিসহ ১৯০০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মারা গেলেন ১০০ বাংলাদেশি। দেশটিতে সর্বমোট মৃতের সংখ্যা ১৬ হাজার ৬৯১ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত প্রায় ৪ লাখ ৭০ হাজার মানুষ।

একদিনে নতুন করে সাড়ে ৩৩ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। গেলো ২৪ ঘণ্টায় দেশটিতে মারা যাওয়া ৪ বাংলাদেশির মধ্যে নিউইয়র্কে ৩ জন এবং নিউজার্সিতে একজন রয়েছেন।

১৮ হাজার ২৭৯ জন নিয়ে প্রাণহানিতে এখনো শীর্ষে রয়েছে ইতালি। এ ছাড়া স্পেনে ১৫ হাজার ২৩৮, ফ্রান্সে ১২ হাজার ২১০, যুক্তরাজ্যে ৭ হাজার ৯৭ জনের প্রাণহানি ঘটেছে। যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ প্রাণহানী হয়েছে ফ্রান্সে। দেশটিতে ১ হাজার ৩৪১ জন এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। 

এছাড়া যুক্তরাষ্ট্রে ১ হাজার ৩২৬ জনের মৃত্যু হয়েছে। গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। দেশটি এখন করোনার সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে এনেছে। তবে আমেরিকা ও ইউরোপে এটা ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। 

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, শনাক্ত রোগীর সংখ্যা এখন সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে—চার লাখ ৫৫ হাজার ৪৫৪। এর পরে আছে স্পেন—এক লাখ ৫২ হাজার ৪৪৬।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!