• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘রুদ্ধদ্বার’ বৈঠকের তথ্য প্রকাশে মির্জা ফখরুলের ক্ষোভ


নিজস্ব প্রতিবেদক জুন ২৩, ২০১৯, ১১:০৮ এএম
‘রুদ্ধদ্বার’ বৈঠকের তথ্য প্রকাশে মির্জা ফখরুলের ক্ষোভ

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক (ছবি : সংগৃহীত)

ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির ‘রুদ্ধদ্বার’ বৈঠকে দুই নেতার বাকবিতণ্ডার খবর বাহিরে বের হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২২ জুন) বেলা ৫টা ৩০ মিনিট থেকে রাত ৭টা পর্যন্ত টানা দেড় ঘণ্টা চলা রাজধানীর গুলশানে দলটির স্থায়ী কমিটির বৈঠকে মির্জা ফখরুল এ ক্ষোভ প্রকাশ করেন। বৈঠক সূত্রে এই বিষয়টি জানা গেছে।

বৈঠক সূত্রে জানা যায়, চলতি মাসের ১৫ তারিখে স্থায়ী কমিটির বৈঠকে কার সিদ্ধান্তে দলীয় সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন বিষয়টি নিয়ে মির্জা ফখরুলের সঙ্গে ব্যারিস্টার মওদুদ আহমদের বাকবিতণ্ডা হয়। পরে ১৭ জুন বিভিন্ন দৈনিকে তাদের বাকবিতণ্ডা কথোপকথন হুবহু ছাপা হয়। শনিবার বিকালে স্থায়ী কমিটির মুলতবি বৈঠক শুরু হলে এক পর্যায়ে এ বিষয়ে কথা তোলেন বিএনপি মহাসচিব। তিনি প্রশ্ন করেন, আমাদের ‘রুদ্ধদ্বার’ বৈঠকের তথ্য কীভাবে প্রচার হলো?

এ বিষয়ে বৈঠকে উপস্থিত স্থায়ী কমিটির দুই জন সদস্য জানান, বৈঠক চলাকালে এক পর্যায়ে মির্জা ফখরুল বলেন- আমাদের রুদ্ধদ্বার বৈঠকে অনেক কথা, অনেক সিদ্ধান্ত হয়। এগুলো বাইরে কীভাবে প্রচার হয়। যদি বৈঠকের তথ্য বাইরে চলে যায় তাহলে আর রুদ্ধদ্বার বৈঠক করে লাভ কী। এসময় স্থায়ী কমিটির এক জ্যেষ্ঠ নেতা বলেন- কেউ হয়তো ব্যক্তিক্ষোভ মেটাতে এসব কথা মিডিয়ায় প্রচার করেছেন। তখন অন্য নেতারাও এ প্রসঙ্গে কথা বলতে শুরু করেন। তখন তারেক রহমানও স্কাইপের মাধ্যমে বৈঠকে যুক্ত ছিলেন। তবে তিনি কোনও কথা বলেননি। এরপর বৈঠক মুলতবি ঘোষণা করেন বিএনপি মহাসচিব।

আগামী শনিবার (২৯ জুন) আবারও বৈঠক অনুষ্ঠিত হবে বলে মির্জা ফখরুল জানান।

স্থায়ী কমিটির বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, বৈঠকে বেগম খালেদা জিয়ার মামলাসহ বিভিন্ন বিষয়ে কথা হয়েছে।

বৈঠকের পর সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, আগামী শনিবার আবারও স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বেগবান করতে দেশের বিভাগীয় শহরগুলোতে আগামী ২৮ দিনের কর্মসূচি পালন করা হবে।

বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকের শুরুতে দলে পদোন্নতি পাওয়া স্থায়ী কমিটির নতুন দুই সদস্য সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকুকে অভিনন্দন জানানো হয়। তারাও বৈঠকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে স্থায়ী কমিটির সদস্য করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার সহযোগিতা কামনা করেন।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, লে. জে. (অব) মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!