• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষমতা বাড়ল


বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক ডিসেম্বর ২৮, ২০১৮, ০২:১৮ পিএম
লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষমতা বাড়ল

ঢাকা : স্মার্টফোন, ল্যাপটপ এমনকি ইলেকট্রিক গাড়িতে ব্যাপকভাবে ব্যবহূত হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। বহুল ব্যবহূত লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে দারুণ একটি খবর দিলেন বিজ্ঞানীরা।

পিটার দ্য গ্রেট সেন্ট পিটার্সবুর্গ পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানিয়েছেন, লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষমতা ১৫ শতাংশ পর্যন্ত বাড়াতে সক্ষম হয়েছেন তারা।

সম্প্রতি চীনে অনুষ্ঠিত একটি সম্মেলনে এ সাফল্যের কথা তুলে ধরেছেন তারা। গবেষক দলের সদস্যরা জানিয়েছেন, লিথিয়াম আয়ন ব্যাটারির ক্যাথোডে তারা সলিড ইলেকট্রোলাইট যুক্ত করার মাধ্যমে এ সাফল্য পেয়েছেন।

এর ফলে লিকুইড ইলেকট্রোলাইট সমৃদ্ধ লিথিয়াম আয়ন ব্যাটারির তুলনায় তারা ১৫ শতাংশ বেশি ব্যাকআপ পেয়েছেন। এ ছাড়া সলিড ইলেকট্রোলাইট ব্যবহারের কারণে ব্যাটারির ওজনও আগের থেকে কমেছে বলে জানান তারা।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!