• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১

টেকনাফে জেলের জালে মিলল হ্যান্ড গ্রেনেড


কক্সবাজার প্রতিনিধি সেপ্টেম্বর ৮, ২০২৪, ০৫:৫৪ পিএম
টেকনাফে জেলের জালে মিলল হ্যান্ড গ্রেনেড

কক্সবাজার: সীমান্তবর্তী উপজেলা টেকনাফ নাফনদীতে এবার মাছ ধরতে যাওয়া এক জেলের জালে উঠে এসেছে একটি হ্যান্ড গ্রেনেড।

রোববার  (৮ সেপ্টেম্বর) সকালে টেকনাফের সাবরাংয়ে নাফনদীতে স্থানীয় জেলে ওমর ফারুকের ঠেলা জালে এই গ্রেনেডটি উঠে আসে।

জেলে ফারুক বলেন, সকালে আমি ঠেলা জাল দিয়ে মাছ শিকারে গিয়েছিলাম। হঠাৎ আমার জালে একটি পলিথিন মোড়ানো ব্যাগ উঠে আসে। প্রথম আমি এটি দামি কিছু মনে করেছি। পরে স্থানীয়দের দেখালে তারা এটি বোম হিসাবে চিহ্নিত করেন। পরে আমি বিজিবিদের কাছে হস্তান্তর করি।

টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, স্থানীয় এক জেলে নাফনদীতে মাছ শিকারের সময় তার জালে একটি পলিথিন মোড়ানো ব্যাগ পাওয়া যায়। ব্যাগটি খুলে প্রাইমিং করা একটি তাঁজা হ্যান্ড গ্রেনেড পাওয়া গেছে। গ্রেনেডটি ধ্বংস করার জন্য রামু সেনানিবাসে পাঠানো হয়েছে। 

এসএস

Wordbridge School
Link copied!