ফাইল ছবি
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে স্কেল চূড়ান্ত করতে জাতীয় বেতন কমিশনের পূর্ণ কমিশনের সভা আগামী বুধবার (৩১ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত হবে।
পে-কমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, সভায় কমিশনের জমা হওয়া সুপারিশের কিছু বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে সব বিষয়ে সিদ্ধান্ত না হলে পরবর্তীতে আবারও সভা ডাকা হবে।
সভায় মূলত আলোচনা হবে বেতন গ্রেড কতটি হবে এবং সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত নির্ধারণ করা হবে-এই দুটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বিষয়গুলো চূড়ান্ত হলে কমিশন দ্রুত তাদের সুপারিশ জমা দিতে পারবে।
জাতীয় বেতন কমিশন বিভিন্ন সংস্থা ও সংগঠন থেকে প্রাপ্ত মতামতগুলো বিশ্লেষণ করছে। তবে এখনো সম্পূর্ণ প্রতিবেদন প্রস্তুত হয়নি। কমিশন সূত্র জানিয়েছে, সরকারি কর্মকর্তারা সাম্প্রতিক মহাসমাবেশ বা কঠোর কর্মসূচি বিষয়ে বিচলিত নন। তারা বাস্তবসম্মত সুপারিশ প্রণয়নের দিকে মনোযোগ দিয়েছেন।
প্রতিটি সংস্থা, দপ্তর ও সংগঠন থেকে প্রাপ্ত প্রস্তাব গভীরভাবে পর্যালোচনা করে লিপিবদ্ধ করা হচ্ছে। এই কার্যক্রম শেষ হতে আরও কিছুদিন সময় লাগবে।
প্রসঙ্গত, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের জন্য গত জুলাই মাসে কমিশন গঠন করা হয়। কমিশনের লক্ষ্য ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়া। সরকারি কর্মচারীদের দাবি, ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যেই নতুন পে স্কেল গেজেট প্রকাশ করা হোক।
এসএইচ







































