• ঢাকা
  • বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পর্যাপ্ত  সূর্যের আলো মিলবে কবে? জানাল আবহাওয়া অফিস


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৩১, ২০২৫, ০৬:৫৩ পিএম
পর্যাপ্ত  সূর্যের আলো মিলবে কবে? জানাল আবহাওয়া অফিস

ছবি : সংগৃহীত

ঢাকা: শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। কয়েক দিন ধরে দেখাও মিলছে না সূর্যের। এমন পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বছরের শেষ দিন পর্যন্ত কুয়াশা ও তীব্র শীতের ভোগান্তি অব্যাহত থাকলেও নতুন বছরের শুরুতে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।

বুধবার (৩১ ডিসেম্বর) পূর্বাভাসে বলা হয়, মঙ্গলবার ও বুধবার ঢাকাসহ আশপাশের এলাকায় একই রকম আবহাওয়া থাকবে। তবে বৃহস্পতিবার থেকে দেশের কিছু অঞ্চলে রোদের দেখা মিলতে পারে এবং শুক্রবার নাগাদ প্রায় সারা দেশেই পর্যাপ্ত সূর্যের আলো পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, কুয়াশার কারণে দিনের তাপমাত্রা কম থাকায় শীতের অনুভূতি বেশি হচ্ছে। দিনের তাপমাত্রা ১৭ ডিগ্রির নিচে নামলেই শীত তীব্র হয়, যা গত কয়েক দিন ধরে দেশের বেশির ভাগ এলাকাতেই দেখা গেছে। যদিও বর্তমানে দেশে শৈত্যপ্রবাহ নেই, তবু সূর্যের অনুপস্থিতিতে ভোগান্তি বেড়েছে।

নতুন বছরের শুরুতে সাময়িক স্বস্তি মিললেও আগামী ৫ জানুয়ারির পর আবার তাপমাত্রা কমে কিছু অঞ্চলে শৈত্যপ্রবাহ ফিরে আসতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।

পিএস

Wordbridge School
Link copied!