• ঢাকা
  • বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

তালিকাভুক্ত ৯ কোম্পানি জেড ক্যাটাগরিতে


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৪, ২০২৬, ০২:১৫ পিএম
তালিকাভুক্ত ৯ কোম্পানি জেড ক্যাটাগরিতে

ফাইল ছবি

ঢাকা: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯টি কোম্পানিকে ক্যাটাগরি পরিবর্তন করে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এর আগে কোম্পানিগুলো ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরিতে ছিল।

রোববার (০৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।

জানা যায়, ‘জেড’ ক্যাটাগরিতে নেয়া কোম্পানিগুলো হলো— ফু-ওয়াং ফুড, বীচ হ্যাচারি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, কাট্টলি টেক্সটাইল, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, আলিফ ইন্ডাস্ট্রিজ, এস আলম কোল্ড রোল্ড, জেমিনি সী এবং বেস্ট হোল্ডিংস।

আগামীকাল সোমবার (৫ জানুয়ারি) থেকে এসব কোম্পানির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে।

এদিকে ক্যাটাগরি পরিবর্তনের পর ৫ জানুয়ারি থেকে এসব কোম্পানিকে স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে কোনো ধরনের ঋণ সুবিধা না দেওয়ার নির্দেশ দিয়েছে ডিএসই।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হলে নিয়ম অনুযায়ী সেগুলোকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়।

এএইচ/পিএস

Wordbridge School
Link copied!