• ঢাকা
  • বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিএমবিএ’র নতুন সভাপতি ইফতেখার, সম্পাদক সুমিত পোদ্দার


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৫, ২০২৬, ০৮:০৫ এএম
বিএমবিএ’র নতুন সভাপতি ইফতেখার, সম্পাদক সুমিত পোদ্দার

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি নির্বাচিত হয়েছেন লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইফতেখার আলম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এমটিবি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুমিত পোদ্দার।

রোববার (৪ জানুয়ারি) অনুষ্ঠিত বিএমবিএর কার্যনির্বাহী সদস্যদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ এ. হাফিজ নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। ২০২৬-২০২৭ সালের (২ বছর মেয়াদে) জন্য তারা দায়িত্ব পালন করবেন।

বিএমবিএ’র নতুন কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল হক। কোষাধ্যক্ষ হিসেবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ রাশেদ হুসাইন নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া নির্বাচনে নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মাইডাস ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গাজী মোহাম্মদ তারেক, বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুমন কুমার কুন্ডু এবং সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহেল হক।

সংগঠনের সদ্য সাবেক সভাপতি মাজেদা খাতুন আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি ইফতেখার আলমের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
এম

Wordbridge School
Link copied!