• ঢাকা
  • বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

৭৮ লাখ টাকা জরিমানার কবলে আলহাজ্ব টেক্সটাইল


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৫, ২০২৬, ১২:০১ পিএম
৭৮ লাখ টাকা জরিমানার কবলে আলহাজ্ব টেক্সটাইল

ফাইল ছবি

ঢাকা: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত আলহাজ্ব টেক্সটাইলের পরিচালনা পর্ষদ ২০২৩-২৪ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের নগদের চেয়ে বেশি বোনাস লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে করে কোম্পানিটিকে প্রায় ৭৮ লাখ টাকার অতিরিক্ত আয়কর প্রদানের শাস্তির আওতায় পড়তে হচ্ছে।

আলহাজ্ব টেক্সটাইলের ২০২৩-২৪ অর্থবছরে শেয়ারপ্রতি ১০.০৭ টাকা করে ২২ কোটি ৪৫ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্য থেকে ৫ শতাংশ হিসেবে ১ কোটি ১১ লাখ টাকার নগদ লভ্যাংশ ও ৩৫ শতাংশ হিসাবে ৭ কোটি ৮০ লাখ টাকার বোনাস শেয়ার দেওয়া হবে। মুনাফার বাকি ১৩ কোটি ৫৪ লাখ টাকা বা ৬০ শতাংশ রিটেইন আর্নিংস রাখা হবে।

এদিকে ২০১৮-১৯ অর্থবছরের অনুমোদিত বাজেট অনুযায়ি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানি কোনো অর্থবছরে নগদ লভ্যাংশের বেশি বোনাস শেয়ার দিতে পারবে না। অর্থাৎ বোনাস লভ্যাংশ সর্বোচ্চ নগদের সমান হতে পারবে। যদি কোনো কোম্পানি বোনাস শেয়ার বেশি দেয়, তাহলে ওই বোনাস শেয়ারের উপর ১০ শতাংশ হারে কর আরোপ করা হবে।

এ হিসাবে আলহাজ্ব টেক্সটাইলকে অতিরিক্ত আয়করের শাস্তির কবলে পড়তে হবে। এই কোম্পানিটির পর্ষদ নগদের চেয়ে বেশি বোনাস লভ্যাংশ ঘোষণা করায় ৭ কোটি ৮০ লাখ টাকার বোনাস শেয়ারের টাকার উপরে ১০ শতাংশ হারে ৭৮ লাখ টাকার অতিরিক্ত কর দিতে হবে।

উল্লেখ্য ১৯৮৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া আলহাজ্ব টেক্সটাইলের বর্তমানে ২২ কোটি ৩০ লাখ টাকা পরিশোধিত মূলধন রয়েছে। যা বোনাস শেয়ার প্রদানের মাধ্যমে ৩০ কোটি ১০ লাখ টাকা হবে।

এএইচ/পিএস

Wordbridge School
Link copied!