• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত বাংলাদেশি তন্বী


বিনোদন ডেস্ক নভেম্বর ৩০, ২০২০, ১১:৫৭ এএম
ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত বাংলাদেশি তন্বী

ঢাকা: বাংলাদেশের মেয়ে ইশরাত জাহান তন্বী। যিনি ‘ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড ২০২০’ এ মনোনয়ন পেয়েছেন। ‘থারকিস্তান’ শিরোনামের একটি হিন্দি ভাষার ওয়েব সিরিজে অভিনয়ের জন্য তিনি এ মনোনয়ন পেয়েছেন। তন্বীকে বেস্ট ফিমেইল অ্যাক্টর (কমেডি) হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে। ফিল্মফেয়ার ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

একই ক্যাটাগরিতে তন্বীসহ মোট ১০ অভিনেত্রীকে মনোনয়ন দেয়া হয়েছে। সেখানে দর্শকদের ভোট ও বিচারকদের নম্বরে একজনের হাতে উঠবে পুরস্কারটি। তন্বী সামাজিক যোগাযোগমাধ্যমে ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন। আগামী ১৬ ডিসেম্বর বিজয়ীদের হাতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড তুলে দেয়া হবে।

বিষয়টি নিয়ে তন্বী বলেন, ‌‘এটা আমার জন্য যেমন আনন্দের, তেমনি সম্মানের। এখন অনলাইনে ভোটিং চলছে। আমি বাংলাদেশের সবাইকে অনুরোধ করবো ভোট করার জন্য।’

তন্বী ১৯৯৮ সালে নতুন কুঁড়ি প্রতিযোগিতার সর্বশেষ আসরে যোগ দিয়েছিলেন লোকনৃত্য ও দেশাত্মবোধ গান শাখায়। ২০০৭ থেকে প্রায় এক দশক ছোট পর্দায় কাজ করেছেন। ২০১৮ সালে তিনি মুম্বাইয়ে পাড়ি জমান। তন্বী বলেন, আমি স্বপ্নপূরণের পথে। খুবই ভালো লাগছে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!