• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হুট করেই বিয়ে করলেন অভিনেতা নিলয়


বিনোদন ডেস্ক আগস্ট ১১, ২০২১, ০৩:১১ পিএম
হুট করেই বিয়ে করলেন অভিনেতা নিলয়

ছবি : সংগৃহীত

ঢাকা : ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর হুট করেই বিয়ের পিঁড়িতে বসলেন। কনে তাসনুভা তাবাসসুম হৃদি, হোম ইকোনমিক্সের ছাত্রী। বাড়ি ঢাকার মগবাজারে। লেখালেখির সঙ্গেও যুক্ত আছেন তিনি। আর গ্রামের বাড়ি ভোলায়।

মজার বিষয় হচ্ছে, গত বছর লকডাউনের সময় অনলাইনে হৃদির সঙ্গে নিলয়ের পরিচয় হয়। এরপর বন্ধুত্ব, তারপর প্রেম। আর চলতি বছরের লকডাউনে সেই প্রেমকে পরিণতি দেন তারা। গত ৭ জুলাই পারিবারিকভাবে বিয়ে করেছেন নিলয়- হৃদি।

নিলয়- হৃদি

নিলয় বললেন, ‘আসলে ঘটনাটা ঘটেছে গত মাসে। ৭ জুলাই আমরা বিয়ে করি। এখন আমরা একসঙ্গেই আমাদের বাসাতে আছি। করোনার কারণে তেমন কাউকে জানাইনি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। যেন আগামী দিনগুলো সুন্দর পৃথিবীতে সুন্দর করে বাঁচতে পারি।’

আরও পড়ুন : পরিচয় মিলেছে পরীকে সাবধান করে পাঠানো ম্যাসেজ দাতার

তিনি আরও জানান, তার বোন অস্ট্রেলিয়ায় থাকেন। তিনি দেশে ফিরলে তখনই হবে বিবাহোত্তর সংবর্ধনা।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!