• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘দোল ছাপড়িদের উৎসব’, ফারাহ খানের মন্তব্যে তোলপাড় ভারত


বিনোদন ডেস্ক ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ১১:১৩ এএম
‘দোল ছাপড়িদের উৎসব’, ফারাহ খানের মন্তব্যে তোলপাড় ভারত

ঢাকা: সামনেই দোল উৎসব। তার প্রাক্কালেই বেফাঁস মন্তব্য করে আইনি বিপাকে ফারাহ  খান। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে বলিউডের জনপ্রিয় পরিচালক তথা কোরিওগ্রাফারের বিরুদ্ধে দায়ের হল এফআইআর।

সম্প্রতি এক রান্নার রিয়ালিটি শোয়ে পরিচালক বলেন, “হোলি ছাপড়িদের উৎসব।” এই ‘ছাপড়ি’ শব্দটি নিয়েই আপত্তি উঠেছে। 

অভিযোগ উঠেছে, এহেন মন্তব্যের জেরে এক বিশেষ সম্প্রদায়কে খোঁচা দিয়ে সমগ্র হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত করেছেন বলিউড পরিচালক। আর সেই অভিযোগ নিয়েই বিকাশ ফটক যিনি কিনা ‘হিন্দুস্তানি ভাউ’ নামে পরিচিত, তিনি তার আইনজীবী আলি কাসিফ খান দেশমুখকে দিয়ে ফারাহর বিরুদ্ধে মুম্বাইয়ের একটি থানায় এফআইআর দায়ের করেছেন।

২০ ফেব্রুয়ারি ‘সেলিব্রিটি মাস্টারশেফ’-শোয়ে যোগ দিয়ে ফারাহ খান প্রকাশ্যেই হোলি নিয়ে এমন মন্তব্য করেন। যদিও বলিউড পরিচালক তথা কোরিওগ্রাফার রসিকতা করেই বলেছিলেন, “হোলি ছাপড়িদের উৎসব”, তবে তার এই মন্তব্য অনেকেরই আপত্তিকর বলে মনে হয়েছে। আর সেই প্রেক্ষিতেই ‘হিন্দুস্তানি ভাউ’ এইআইআর দায়ের করেছেন। 

সোশাল মিডিয়ায় ইতোমধ্যেই অভিযোগনামার একটি ছবি পোস্ট করে বিকাশ জানিয়েছেন, ফারাহ  খানের এই মন্তব্য সাম্প্রদায়িক। যেখানে হিন্দুধর্মের বিশেষ উৎসবকে খাটো করে দেখানো হয়েছে। ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন উনি। যা ক্ষমার অযোগ্য। আর তাই ভারতীয় দণ্ডবিধির ১৯৬, ২৯৯, ৩০২ এবং ৩৫৩ ধারায় ফারাহ র বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। 

‘হিন্দুস্তানি ভাউ’য়ের আর্জি কঠোর ব্যবস্থা নেওয়া হোক ফারাহ খানের বিরুদ্ধে। যদিও এ বিষয়ে পরবর্তীতে এখনও পর্যন্ত মুখ খুলেননি ফারাহ খান। 

ইউআর

Wordbridge School
Link copied!