• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রাণনাশের হুমকি, হিরো আলমের বিরুদ্ধে থানায় জিডি


বিনোদন ডেস্ক এপ্রিল ২৩, ২০২৫, ০৩:২০ পিএম
প্রাণনাশের হুমকি, হিরো আলমের বিরুদ্ধে থানায় জিডি

ঢাকা: স্ত্রী রিয়া মনির পর আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে জীবননাশের হুমকি সহ নানা ধরনের ক্ষতি করার অভিযোগ করেছেন আরেক কনটেন্ট ক্রিয়েটর কামরুল ইসলাম রিয়াজ ওরফে ম্যাক্স অভি রিয়াজ। এ ঘটনায় ম্যাক্স অভি রিয়াজ রবিবার রাজধানীর খিলক্ষেত থানায় হিরো আলমের বিরুদ্ধে একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন। ২২ এপ্রিল রাতে খিলক্ষেত থানায় করা ওই জিডির নং ১২৭৭।

জিডিতে তিনি উল্লেখ করেছেন, তিনি এবং হিরো আলম দুজনেই কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ফেসবুক ও ইউটিউবে বিভিন্ন ধরনের মিউজিক ও ড্যান্স ভিডিও করে থাকেন।

সেই সুবাদে দেড় মাস পূর্বে হিরো আলমের রামপুরাস্থ অফিসে এক বৈঠকে হিরো আলমের ইচ্ছানুযায়ী তার স্ত্রী মডেল রিয়ামনির সাথে তার কিছু মিউজিক ড্যান্স ভিডিও নির্মানের সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী অভি রিয়াজ রিয়া মনিকে নিয়ে গত ১০ এপ্রিল কিছু মিউজিক ভিডিও’র রিলস তৈরি করে।

জিডি অনুযায়ী, গত ১৫ এপ্রিল রিলসগুলো রিয়াজ তার ফেসবুক ও ইউটিউব চ্যানেলে প্রচার করে। ওইদিন রাতেই হিরো আলমের বাবা মারা যান এবং এর পর থেকে হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনির মধ্যে বিবাদ দেখা দেয়।

তাদের সেই বিবাদের সাথে হিরো আলম অভি রিয়াজকে জড়িয়ে গত ১৬ এপ্রিল রিয়াজকে অকথ্য ভাষায় গালি দিয়ে তার ফেসবুক ও ইউটিউব চ্যানেল বিচ্ছিন্ন করা সহ তার পরিবারের লোকজনকে জীবন নাশের হুমকি দেয়।

জিডির সত্যতা নিশ্চিত করে খিলক্ষেত থানার এসআই মিঠুন চন্দ্র রায় এক গণমাধ্যমকে বলেন, ‘এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং ফেসবুক আইডি সংক্রান্ত বিষয়টি ডিবির সাইবার ইউনিটে আজকেই পাঠানো হবে।’

ইউআর

Wordbridge School
Link copied!