• ঢাকা
  • শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শাকিব খানের নায়িকা হতে চান ভাবনা


বিনোদন প্রতিবেদক মে ১১, ২০২৫, ১১:৩০ এএম
শাকিব খানের নায়িকা হতে চান ভাবনা

ঢাকা: কিং খানকে পর্দার বাইরে সেভাবে খুব একটা দেখা যায় না। বছরে দুই থেকে সর্বোচ্চ তিনটি সিনেমা নিয়ে হাজির হন অভিনেতা। সেই সিনেমার প্রমোশনেও নায়কের সচারচর দেখা মেলে না। শুধু তাই নয়, কোনো সাক্ষাৎকার কিংবা টিভি প্রোগ্রামেও হাজির হন না ঢালিউড কিং। বরাবরই থাকেন লোকচক্ষুর আড়ালে। 

শাকিব খানের এই গুণেই মুগ্ধ অভিনেত্রী ভাবনা। শীর্ষ নায়কের মতো তিনিও অভিনয়ের বাইরে লোকচক্ষুর আড়ালে থাকতে চান। যে কারণে সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাবনা জানিয়েছেন, তিনি শাকিব খানের মতো হতে চান। 

তিনি বলেন, আমি না, শাকিব খানের মতোই হতে চাই। যে কারণে তিন বছর ধরে ছোটপর্দায় কাজ করছি না। ভয়ংকর সুন্দর সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছি। এমনকি কোথাও ইন্টারভিউও দিচ্ছি না।

ভাবনা বলেন, শাকিবকে বিজ্ঞাপনে দেখবেন না, কোনো ইন্টারভিউয়ে দেখবেন না। কারণ তিনি এতটা এভেইলেবল না। তাকে সব জায়গায় পাওয়া যায় না। নায়ককে সবসময় আড়ালেই থাকতে হয়। কারণ দর্শক যখন টিকিট কেটে সিনেমা হলে যাবেন, তখন এমন কাউকেই দেখতে যাবেন, যাকে সচারচর দেখা যায় না।

অভিনেত্রী বলেন, শাকিবের বরবাদ সিনেমায় লুক ছিল সুপার। আমি নিজেও কখনো সুযোগ পেলে তার নায়িকা হতে চাই।

ইউআর

Wordbridge School
Link copied!