• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিরাট-জেনেলিয়ার ‘ঘনিষ্ঠ ভিডিও’ ভাইরাল, তোলপাড় সোশ্যাল মিডিয়া


বিনোদন ডেস্ক জুন ২৩, ২০২৫, ০২:১৪ পিএম
বিরাট-জেনেলিয়ার ‘ঘনিষ্ঠ ভিডিও’ ভাইরাল, তোলপাড় সোশ্যাল মিডিয়া

ঢাকা: ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজার একটি পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, কালো স্যুট ও টাই পরে বিমানের পাইলটের আসনে বিরাট কোহলি। হঠাৎ সেখানে হাজির অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজা। তিনি কেবিনে ঢুকে দরজা বন্ধ করে হাসিমুখে তাকালেন তারকা ক্রিকেটারের দিকে।

পায়ে পায়ে এগিয়ে গেলেন তাঁর কাছে। গলার টাই ধরে কাছে টানলেন। দুজনের সেই উষ্ণতম মুহূর্ত ভিডিও আকারে এবার ভাইরাল। রবিবার দুপুরে ভিডিওটি নতুন করে ভাইরাল হয়েছে।
 
আসলে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে সেটি একটি ঘড়ির বিজ্ঞাপনের ভিডিও। ফাস্টট্র্যাক কোম্পানির বহু পুরনো এই ভিডিওটি হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় নতুন করে ছড়িয়ে পড়েছে। তবে যে সময়ে এই বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছিল, সেই সময় এই বিজ্ঞাপনটি নিয়ে এতটাই হৈচৈ পড়ে গিয়েছিল যে বিজ্ঞাপনটি বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন কোম্পানির কর্মকর্তারা। বহু পুরনো সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আবার ভাইরাল হতেই বেশ অসন্তোষ প্রকাশ করলেন সকলে।

কিছুদিন আগেই যেখানে আমদাবাদে এত বড় বিমান দুর্ঘটনা ঘটে গেল, সেখানে বিজ্ঞাপনের পুরনো এই ভিডিওটি পুনরায় ছড়িয়ে পড়ায় কিছুটা অস্বস্তিতে পড়েছেন ভক্ত অনুরাগীরাও। একজন বিমানচালক এবং বিমান সেবিকার মধ্যে এই সম্পর্কের সমীকরণ দেখেও কিছুটা ক্ষুব্ধ দর্শকরা। এমন ভিডিও একদিকে যেমন মনে করিয়ে দেয় বিমান দুর্ঘটনার কথা, তেমনি কিছুদিন আগেই অবনীত কৌরের ছবিতে বিরাটের লাইক করার বিষয়টিও উঠে আসে বিভিন্ন মন্তব্যে। পুরনো এই বিজ্ঞাপনের দৃশ্য দেখে অনেকে আবার বলছেন, হতেও পারে সত্যি সত্যি বিরাট অন্য অভিনেত্রীর পোস্টে লাইক করেছিলেন।  
 
ক্যারিয়ারের শুরুর দিকের এই বিজ্ঞাপনের দৃশ্য আরও একবার যে বিরাটকে অস্বস্তিতে ফেলবে, সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

তবে শুধু বিরাট নন, এমন একটি বিজ্ঞাপনে কাজ করার জন্য কটাক্ষের শিকার হলেন জেনেলিয়াও। অভিনেত্রী রুচিবোধ নিয়ে প্রশ্ন তুলে অনেকেই বলেন, এমন মানসিকতা নিয়ে আপনি কীভাবে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবারের বউমা হয়েছেন? বিষয়টি অনেক আগের হলেও এখন এই পুরনো প্রসঙ্গ নিয়েই বিরাট এবং জেনেলিয়াকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন নেটিজেনরা। তবে এ প্রসঙ্গে এখনও বিরাট কিংবা জেনেলিয়া কেউই মন্তব্য করেননি।

ইউআর

Wordbridge School
Link copied!