• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শরীর ধীরে ধীরে ভারসাম্য হারাতে শুরু করেছে : অমিতাভ বচ্চন


বিনোদন ডেস্ক আগস্ট ১৯, ২০২৫, ০৫:৪৫ পিএম
শরীর ধীরে ধীরে ভারসাম্য হারাতে শুরু করেছে : অমিতাভ বচ্চন

ঢাকা: অমিতাভ বচ্চন ৮২ বছর বয়সেও কাজের প্রতি কতটা নিবেদিত, তা সবারই জানা। এই বয়সেও তিনি সমানতালে কাজ করে যাচ্ছেন, যা সত্যিই প্রশংসার দাবি রাখে। তবে সময়ের সঙ্গে সঙ্গে শরীর যে তার ওপর প্রভাব ফেলছে, সে কথা এবার অকপটে স্বীকার করেছেন বলিউডের এই মেগাস্টার।

সম্প্রতি তিনি তার ব্লগে লিখেছেন, ‘শরীর ধীরে ধীরে ভারসাম্য হারাতে শুরু করেছে।’ রবিবার ভক্তদের সঙ্গে দেখা করার পর তিনি তার ব্লগে দৈনন্দিন জীবনের নানা পরিবর্তন নিয়ে কথা বলেন। কাজের পাশাপাশি এখন তার জীবনযাত্রার একটি বড় অংশ জুড়ে রয়েছে নিয়মিত ওষুধ খাওয়া।’

তার কথায়, ‘শরীর ধীরে ধীরে ভারসাম্য হারাতে শুরু করেছে। শরীরকে সুস্থ রাখার জন্য নিয়মিত যোগব্যায়াম, শ্বাস-প্রশ্বাসের ব্যায়ামের দিকে নজর দিতে হচ্ছে। এখন আগের মতো কাজ করা যায় না, কিছু করতে হলে আগে চিন্তা করতে হয়।’

ডাক্তারের পরামর্শ অনুযায়ী একটানা অনেকক্ষণ তিনি দাঁড়িয়েও থাকেন না, পড়ে যেতে পারেন। বাড়িতেও এসেছে পরিবর্তন। এখন তিনি ঘরের মধ্যে হ্যান্ডেল বার ব্যবহার করেন।

যেই কাজগুলো কিছুদিন আগেও তিনি খুব সহজে করতে পারতেন, এখন সেসবের জন্য এই হ্যান্ডেল বারের সাহায্য নিতে হয়। শরীরের ভারসাম্য ধরে রাখার জন্য এই সরঞ্জামগুলো তার জন্য খুবই জরুরি হয়ে উঠেছে।

অভিনেতা আরো বলেন, ‘এই সময়টা সবার জীবনেই আসে। কিন্তু আমি চাই না, এটা আসুক। আমরা যেদিন পৃথিবীতে জন্ম নিই, সেদিন থেকেই মৃত্যুর দিকে এগোতে থাকি। এটা স্বাভাবিক হলেও খুব দুঃখজনক। জীবনের গতিতে কখন যে বয়স ব্রেক কষিয়ে দেবে, তা ভাবতেও পারবেন না।’

ইউআর

Wordbridge School
Link copied!