ঢাকা : নুরাল পাগলার লাশ পুড়িয়ে দেওয়ার বিষয়ে ক্ষোভ জানিয়েছেন নির্মাতা আশফাক নিপুন বলেছেন, ‘বিবৃতি চাই না, মব সামলা।
শুক্রবার (৫ আগস্ট) রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ আহ্বান জানান তিনি।
আশফাক নিপুন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন ‘কবর থেকে উল্লাস করে মৃতদেহ তুলে পুড়িয়ে দেয়া বর্বরতার চূড়ান্ত। হে সরকার, ‘ভিক্ষা চাই না, কুত্তা সামলা’র মত বলতেছি ‘বিবৃতি চাই না, মব সামলা!’
আশফাক নিপুনের পোস্টে মন্তব্য করেছেন অনেক অনুরাগী। তারাও বিষয়টি নিয়ে একমত প্রকাশ করেছেন। কেউ কেউ আবার নিপুনকে খোঁচাও দিয়েছেন।
সংগীতশিল্পী ও উপস্থাপিকা দিনাত জাহান মুন্নী আশফাক নিপুনের ওই পোস্টের কমেন্টে লিখেছেন, ‘স্যরি আশফাক - তোমাদের কথা এখন কৌতুকের মতো শোনায়। জানি এই কমেন্টের নিচে এখন “শেখ হাসিনা” - “ফ্যাসিবাদ” নানা কথা টেনে এসব ঘটনাকে বৈধতার চেষ্টা চলবে - চলবে ব্যক্তি আক্রমণ । তবে দিনশেষে তোমাদের এসব পোস্ট কিন্তু আমরা আগে দেখিনি । অতএব নিজের ঘারের কাছে অশুভের নিঃশ্বাস উপলব্ধির আগে উপলব্ধি হোক সবার ।’
প্রতি উত্তরে আশফাক নিপুন লিখেছেন, ‘তাহলে হাসেন মুন্নী আপা। প্রাণখুলে হাসেন।’
উল্লেখ্য, রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র দেহবাশেষ কবর থেকে তুলে পুড়িয়ে দিয়েছে তৌহিদী জনতা। এর আগে, সেখানকার দরবার শরিফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জুমার পর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লাপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ইউএনওর গাড়ি, পুলিশের দুটি গাড়িও ভাঙচুর করা হয়।
পিএস







































