• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘রাত জেগে ঠাকুর দেখা, ভোগ খাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা—সবই হয়েছে’


বিনোদন ডেস্ক অক্টোবর ১, ২০২৫, ১২:০৩ পিএম
‘রাত জেগে ঠাকুর দেখা, ভোগ খাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা—সবই হয়েছে’

জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বরাবরই পরিচিত তার আন্তঃসীমান্ত সাংস্কৃতিক সেতুবন্ধনের জন্য। বছরজুড়েই ঢাকা-কলকাতা যাতায়াতে ব্যস্ত এই তারকা দুর্গাপূজার সময়ও ব্যতিক্রম নন। এবার পূজার শুরুটা করেছিলেন কলকাতায়, আর নবমীর সকালে ফিরেছেন জন্মভূমি বাংলাদেশের টানে।

কলকাতার পূজার অভিজ্ঞতা নিয়ে ভারতীয় গণমাধ্যমকে জয়া বলেন, দারুণ কেটেছে। রাত জেগে ঠাকুর দেখা, ভোগ খাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা—সবই হয়েছে। সঙ্গে ছিল পূজা পরিক্রমাও।

দুই বাংলার পূজার মধ্যে পার্থক্য নিয়ে জয়া বলেন, পূজা নিয়ে দুই দেশের আবেগই প্রবল হলেও পরিবেশে রয়েছে আলাদা স্বাদ। বাংলাদেশেও বড় করে পূজা হয়। খাওয়া-দাওয়া হয়, মানুষজন ভিড় করেন। তবে কলকাতার পূজার ব্যাপারটাই আলাদা। এক অন্যরকম আমেজ আছে।

তবে সেই আলাদাভাব থাকলেও দেশের প্রতি আবেগে এতটুকু ঘাটতি নেই জয়ার। তাই কলকাতায় পূজার আনন্দ শেষে নবমীর সকালেই ফিরে এসেছেন ঢাকায়।

জানা গেছে, ঢাকায় জয়া আহসানের বাসার কম্পাউন্ডেই বিশাল আয়োজনে দুর্গাপূজা অনুষ্ঠিত হয় প্রতি বছর। তৈরি হয় বড়সড় মণ্ডপ, প্রতিমা দেখতে ভিড় জমান অসংখ্য মানুষ। সেই পরিচিত পরিসরের পূজায় অংশ নিতে এবারও কলকাতা থেকে দ্রুত দেশে ফিরেছেন অভিনেত্রী।
এম

Wordbridge School
Link copied!