• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জয়ার রূপে মুগ্ধ ভক্ত

‘সৃষ্টিকর্তা আপনাকে যত্নে বানিয়েছেন’


বিনোদন ডেস্ক অক্টোবর ১৯, ২০২৫, ১১:২৯ এএম
‘সৃষ্টিকর্তা আপনাকে যত্নে বানিয়েছেন’

জয়া আহসান

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও আলোচনায় তার অনিন্দ্য সৌন্দর্য আর রুচিশীল ফ্যাশন সেন্সে। রোববার সকালে নিজের ফেসবুক পেজে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করে ভক্তদের মুগ্ধ করেছেন তিনি।

ছবিগুলোতে দেখা যায়, জয়ার পরনে হলুদ রঙের শাড়ি, যার ওপর কালো ছাপার মিশ্রণ। কখনো মৃদু হাসিতে, কখনো শান্ত অভিব্যক্তিতে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন অভিনেত্রী। তার প্রতিটি ফ্রেমেই ফুটে উঠেছে এক অনন্য সৌন্দর্য ও আত্মবিশ্বাসের ছাপ।

ছবি প্রকাশের পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। ভক্তরা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন প্রশংসায়— কেউ লিখেছেন, ‘রঙিন শাড়িতে রূপের মায়া’, আবার কেউ মুগ্ধ হয়ে লিখেছেন, ‘সৃষ্টিকর্তা আপনাকে যত্নে বানিয়েছেন।’

জয়ার শাড়িপ্রীতি নতুন নয়। এর আগে তিনি ড্রাই ব্লু রঙের কৃষ্ণচূড়া কারুকাজ করা শাড়ি পরেও আলোচনায় এসেছিলেন। কখনো ফুলেল শাড়িতে, কখনো ওয়েস্টার্ন পোশাকে— প্রতিটি লুকে নিজস্বতা ও আভিজাত্যে ভরপুর জয়া সবসময়ই নজর কাড়েন।

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন আইকন হিসেবেও জয়া আহসান দুই বাংলাতেই সমানভাবে জনপ্রিয়। চলচ্চিত্রে অনবদ্য অভিনয়, আর সামাজিক মাধ্যমে তার স্টাইলিশ উপস্থিতি— দুটোতেই তিনি ভক্তদের কাছে অনুপ্রেরণা।

সংক্ষেপে বলা যায়, জয়া আহসানের নতুন ফটোসেট যেন প্রমাণ করে, রূপ আর রুচির মেলবন্ধনে তিনি এখনও অপ্রতিদ্বন্দ্বী।

।্

Wordbridge School
Link copied!