অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। ‘যুগল শাড়ি’ ইস্যুর পর এবার নতুন করে বিতর্কে নাম উঠেছে কলকাতার চলচ্চিত্র ‘ভালোবাসার মরশুম’–এর প্রযোজক শরীফ খানের। তিনি দাবি করেছেন—তিশা তার কাছ থেকে প্রায় সাড়ে চার লাখ টাকা নিয়ে প্রতারণা করেছেন।
কিন্তু এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন তানজিন তিশা। তিনি বলেছেন, অভিযোগের কোনো ভিত্তিই নেই, বরং উল্টোভাবে ওই প্রযোজকই তাকে নিয়মিত রাতের বেলায় ফোন করে বিরক্ত করতেন।
তিশা জানান, চুক্তির সময় আমাকে এক-তৃতীয়াংশ টাকা দেওয়া হয়েছিল। শুটিংয়ের ভিসার অপেক্ষায় দেড় মাস অন্য কাজ বাদ দিয়ে বসে ছিলাম। চুক্তিতে পরিষ্কার উল্লেখ ছিল—শুটিং বাতিল হলে এই টাকা ফেরতযোগ্য নয়।
তিনি আরও অভিযোগ করেন, চুক্তির বাইরে গিয়ে গভীর রাতে প্রযোজক শরীফ খান তাকে ফোন করে কথা বলতে চাইতেন, যা ছিল সম্পূর্ণ অপ্রফেশনাল আচরণ।
“এত রাতে কারও সঙ্গে কেন কথা বলব? আমি দিনের বেলায় যোগাযোগ করেছি। তাছাড়া তিনি আদৌ এই ছবির প্রকৃত প্রযোজক কি না—তারও কোনো প্রমাণ নেই,” বলেন তিশা।
তিশার আইনজীবী জসীম উদ্দিনও অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন— “চুক্তি অনুযায়ী তিশা তার সব দায়িত্ব ঠিকভাবেই পালন করেছেন। তিনি শিডিউল দিয়েছেন, কিন্তু পরিচালকের পক্ষ থেকেই ভিসা ও শুটিংয়ের প্রস্তুতি নিশ্চিত করা হয়নি। ফলে চুক্তিগতভাবে তাদেরই ব্যর্থতা প্রমাণিত হয়।”
তার দাবি, শুটিং বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক ক্ষতির শিকার হয়েছেন তিশাই।
‘ভালোবাসার মরশুম’ ছবির মধ্য দিয়ে ভারতীয় বড়পর্দায় তানজিন তিশার অভিষেক হওয়ার কথা ছিল। কিন্তু নানা জটিলতা ও পরবর্তী অভিযোগ–বিবাদে প্রকল্পটি আর সামনে এগোয়নি।
এদিকে তিশা সম্প্রতি শাকিব খানের সঙ্গে ‘সোলজার’ সিনেমার শুটিং সম্পন্ন করেছেন। ছবিটি চলতি বছরের শেষ দিকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এম







































