• ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আফগানদের ৬ ট্যাংক ধ্বংসের দাবি পাকিস্তানের, সংঘর্ষে নিহত কয়েক ডজন


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ১৫, ২০২৫, ০৬:৩০ পিএম
আফগানদের ৬ ট্যাংক ধ্বংসের দাবি পাকিস্তানের, সংঘর্ষে নিহত কয়েক ডজন

ছবি: রয়টার্স

পাকিস্তান ও আফগানিস্তানের অস্থিতিশীল সীমান্তে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) ভোরের দিকে এই সহিংসতায় এক ডজনেরও বেশি বেসামরিক নাগরিক ও সেনাসদস্য নিহত হয়েছেন। গত সপ্তাহের প্রাণঘাতী সংঘর্ষের পর দুই দেশের সীমান্তের ভঙ্গুর শান্তি আবারও ভেস্তে গেছে।

আফগান তালেবান জানিয়েছে, পাকিস্তানের সামরিক বাহিনী স্পিন বোলদাক জেলায় হামলা চালিয়েছে। এতে ২০ তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় সীমান্তে রাতভর সংঘর্ষে আফগানিস্তানের আরও প্রায় ৩০ জন বেসামরিক নিহত ও শতাধিক আহত হয়েছেন।

পাকিস্তান জানিয়েছে, সীমান্তের অপর প্রান্তে চামান জেলায় তালেবান বাহিনীর হামলায় চার বেসামরিক নাগরিক আহত হয়েছেন। ওরাকজাই জেলায় সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে পাকিস্তানের অন্তত ছয় সেনা নিহত ও ছয়জন আহত হয়েছেন। এছাড়া ওই সংঘর্ষে নয় জঙ্গিও নিহত হয়েছে।

সাম্প্রতিক সংঘর্ষের পর দুই দেশ সীমান্তের বেশ কয়েকটি ক্রসিং বন্ধ করেছে। এর ফলে বাণিজ্য কার্যত থমকে গেছে এবং পণ্যবাহী বহু যানবাহন সীমান্তে আটকা পড়েছে।

পাকিস্তান তালেবান ও আইএস-খোরাসান জঙ্গি গোষ্ঠীর কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক করে, অন্যদিকে আফগান তালেবান পাকিস্তানকে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ তুলেছে।

সংঘর্ষের কারণে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র উভয়পক্ষকে সংলাপের মাধ্যমে সঙ্কট সমাধানের আহ্বান জানিয়েছে।

এই উত্তেজনা এমন সময় শুরু হয়েছে, যখন আফগান তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাক্কি পাকিস্তানের চিরবৈরী প্রতিদ্বন্দ্বী ভারত সফরে গেছেন। ভারত ও আফগানিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার সিদ্ধান্ত নিয়েছে। নয়াদিল্লি জানিয়েছে, তারা কাবুলে পুনরায় দূতাবাস চালু করবে এবং আফগান তালেবানও তাদের কূটনীতিকদের ভারতে পাঠানোর পরিকল্পনা করছে।

এসএইচ

Wordbridge School
Link copied!