• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নতুন ৪টি আসনসহ ঢাকায় বিএনপির মনোনয়ন পেলেন যারা


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৪, ২০২৫, ০৫:৪০ পিএম
নতুন ৪টি আসনসহ ঢাকায় বিএনপির মনোনয়ন পেলেন যারা

ফাইল ছবি

বিএনপি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দ্বিতীয় দফায় ৩৬টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এর মধ্যে রাজধানীর চারটি আসনও নতুনভাবে অন্তর্ভুক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) বেলা পৌনে ৪টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঢাকায় নতুন মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন- ঢাকা-৭ আসনে হামিদুর রহমান, ঢাকা-৯ আসনে হাবিবুর রশিদ, ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম এবং ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেন।

এর আগে ঢাকা শহরের ১৩টি আসনের জন্য মনোনয়ন ঘোষণা করা হয়েছিল। তারা হলেন- ঢাকা-১ খন্দকার আবু আশফাক, ঢাকা-২ আমানউল্লাহ আমান, ঢাকা-৩ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪ তানভীর আহমেদ রবিন, ঢাকা-৫ নবীউল্লাহ নবী, ঢাকা-৬ ইশরাক হোসেন, ঢাকা-৮ মির্জা আব্বাস, ঢাকা-১১ এম কাইয়ুম, ঢাকা-১২ সাইফুল আলম নীরব, ঢাকা-১৪ সানজিদা ইসলাম তুলি, ঢাকা-১৫ শফিকুল ইসলাম খান, ঢাকা-১৬ আমিনুল হক এবং ঢাকা-১৯ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন।

ঢাকা-১৩, ১৭ ও ২০ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে।

এসএইচ 


 

Wordbridge School
Link copied!