• ঢাকা
  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দেশকে নেতৃত্বশূন্য করার ষড়যন্ত্র, হিট লিস্টে অনেকেই: আসিফ মাহমুদ


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৪, ২০২৫, ১০:৩৮ এএম
দেশকে নেতৃত্বশূন্য করার ষড়যন্ত্র, হিট লিস্টে অনেকেই: আসিফ মাহমুদ

চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশকে মেধা ও নেতৃত্বশূন্য করার উদ্দেশ্যেই ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় সহযোগীরা পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করে বাংলাদেশকে মেধাহীন করার চেষ্টা করেছিল। স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

তিনি অভিযোগ করেন, চব্বিশের অভ্যুত্থানের পরাজিত শক্তি এখন একই কৌশল অবলম্বন করছে। শরিফ ওসমান হাদির ওপর হামলা সেই ষড়যন্ত্রেরই অংশ। তার ভাষায়, “যেভাবে একাত্তরে বুদ্ধিজীবী হত্যার মাধ্যমে দেশকে নেতৃত্বহীন করতে চাওয়া হয়েছিল, ঠিক তেমনিভাবে এখনো কিছু শক্তি পরিকল্পিত হত্যার মাধ্যমে দেশকে অচল করতে চাচ্ছে।”

সাবেক এই উপদেষ্টা আরও দাবি করেন, বর্তমানে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ‘হিট লিস্টে’ রাখা হয়েছে। তবে একাত্তরের মতো এবারও ষড়যন্ত্রকারীরা সফল হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আসিফ মাহমুদ বলেন, “একাত্তরে হানাদার বাহিনী পরাজিত হয়েছিল, আজও ফ্যাসিবাদী ও গণবিরোধী শক্তির পরাজয় অনিবার্য। যারা স্বাধীনতা ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের শক্ত হাতে দমন করা হবে।”

এম

Wordbridge School
Link copied!