• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ম্যান অব দ্যা সিরিজ শরিফুল


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ৩১, ২০২৩, ১০:৪৪ এএম
ম্যান অব দ্যা সিরিজ শরিফুল

ঢাকা: শেষ টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় নিউজিল্যান্ডে প্রথমবার সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া হলেও অন্তত সিরিজ সফরকারী বাংলাদেশ। আজ (রোববার) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে ১৭ রানে হারিয়ে ১-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ ড্র করেছে নিউজিল্যান্ড।

সিরিজ শেষে দারুণ স্বীকৃতি পেলেন পেসার শরিফুল ইসলাম। তিন ম্যাচে ৬ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন তিনি। প্রায় তিন বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এবারই প্রথম ম্যান অব দ্য সিরিজ হলেন টাইগার এই পেসার।

গত বুধবার (২৭ ডিসেম্বর) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেটের জয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। সেদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান তোলে নিউজিল্যান্ড। বাংলাদেশের হয়ে ২৬ রানে ৩ উইকেট শিকার করেন শরিফুল ইসলাম। জবাবে ১ ওভার ২ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

এরপর বৃষ্টিতে ভেসে যাওয়া পরের ম্যাচে ফিন অ্যালেনের উইকেট শিকার করেন শরিফুল। আজ সিরিজের শেষ ম্যাচে অল্প পুঁজি নিয়েও ২ উইকেট তুলে নিয়ে জয়ের আশা জাগান শরিফুল। তিন সংস্করণ মিলিয়ে চলতি বছর ৩২ ইনিংসে ৫২ উইকেট নিয়েছেন তিনি। 

সিরিজ জয়ের লক্ষ্যে শুরুতে ব্যাট করতে বড় পুঁজি গড়তে ব্যর্থ হয় বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ের বড় রানের মাঠেও সফরকারীরা মাত্র ১১০ রান তুলতে পেরেছিল। তবুও জয়ের আশা দেখিয়েছিলেন শেখ মেহেদী ও শরীফুল ইসলামরা। শেষদিকে ঝড় তুলে সেই জয় প্রায় ছিনিয়ে নেন নিউজিল্যান্ডের ব্যাটার জিমি নিশাম। যদিও আগেই ম্যাচ শেষ করে দিয়েছে বৃষ্টি।

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ১৪.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৯৫ রান তুলেছিল স্বাগতিকরা। তখনই তারা ১৭ রানে এগিয়ে ছিল। গ্যালারিতে দর্শকদের মাঝে ছুটোছুটি ফেলে দেওয়া ঝড়ো বৃষ্টি আর ক্রিকেটারদের মাঠে নামতে দেয়নি। ফলে ১৭ রানে জিতে সিরিজে সমতা ফেরাল নিউজিল্যান্ড। এর আগে বে ওভালে আগে ব্যাটিং করা কোনো দলই (৮ ম্যাচ) হারেনি, যেখানে বাংলাদেশই প্রথম!

এআর

Wordbridge School
Link copied!