• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাংলাদেশের যুব বিশ্বকাপ দল ঘোষণা


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১, ২০২৪, ০১:১৫ পিএম
বাংলাদেশের যুব বিশ্বকাপ দল ঘোষণা

ঢাকা: সাউথ আফ্রিকায় অনুষ্ঠেয় ২০২৪ যুব বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। এই দলের অধিনায়কত্ব করবেন মাহফুজুর রহমান রাব্বি। এশিয়া কাপ জয়ী দলের ওপর পুরোপুরি ভরসা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

যার কারণে এশিয়া কাপ স্কোয়াডে কোনও পরিবর্তন আনেনি তারা। তবে মূল স্কোয়াডের সাথে স্ট্যান্ডবাই হিসাবে রাখা হয়েছে ৫ ক্রিকেটারকে। আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই এবারের যুব বিশ্বকাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ।

কেননা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ২০২০ আসরের চ্যাম্পিয়নও এই বাংলাদেশই। সেবার আকবর আলীর নেতৃত্বে বিশ্বজয় করেছিল যুবারা। এ ছাড়া সাম্প্রতিক সময়ে এশিয়া কাপ জয়ের সুখস্মৃতি তো আছেই।

২০২৪ সালের ১৯ জানুয়ারি শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ১৬ দলের টুর্নামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত ১২ ফেব্রুয়ারি। ‘এ’ গ্রুপে বাংলাদেশ ও ভারতের সঙ্গে আছে আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্র। চার গ্রুপ থেকে ১২ দল নিয়ে হবে দুই গ্রুপের সুপার সিক্স পর্ব। ২০ জানুয়ারি ৫ বারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

যুব বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড: 
মোহাম্মদ আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরান্ন, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, আহরার আমিন (সহ-অধিনায়ক), শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), রাফি উজ্জামান রাফি, রহানাত দৌদুল্লাহ বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকী এবং মারুফা মৃধা।

স্ট্যান্ড বাই- নাঈম আহমেদ, মোহাম্মদ রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভির আহমেদ ও একান্ত শেখ।  

এআর

Wordbridge School
Link copied!