• ঢাকা
  • বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১

ওয়ানডেতেও শ্রীলঙ্কার অধিনায়ক আসালঙ্কা 


ক্রীড়া ডেস্ক জুলাই ৩০, ২০২৪, ০৯:০০ পিএম
ওয়ানডেতেও শ্রীলঙ্কার অধিনায়ক আসালঙ্কা 

ঢাকা: বিশ্বকাপের পর টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে মিডল অর্ডার ব্যাটার চারিথ আসালঙ্কাকে। এবার কুশল মেন্ডিসকে সরিয়ে শ্রীলঙ্কার ওয়ানডে দলের নেতৃত্বভারও দেওয়া হলো তাকে। 

কুশল মেন্ডিস ২০২৩ বিশ্বকাপে ভারপ্রাপ্ত হিসেবে বেশ কিছু ম্যাচে দলের অধিনায়কত্ব করেন। বিশ্বকাপের পর ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পান তিনি। তার অধীনে আট ম্যাচের ছয়টিতে জিতেছে শ্রীলঙ্কা। টানা পাঁচ ম্যাচে জয়ের কীর্তিও গড়েন তিনি।

এছাড়া ব্যাট হাতে ওয়ানডে ফরম্যাটে গেল এক বছরে দারুণ খেলেছেন কুশল মেন্ডিস। অল্পদিন দায়িত্ব পাওয়ায় তার নেতৃত্ব হারানো কিছুটা অপ্রত্যাশিত। তবে প্রায় ৪৪ গড়ে রান করা আসালঙ্কা অনেক বেশি ধারাবাহিক হওয়ায় তাকে ওয়ানডের অধিনায়ক করা হয়েছে বলে মনে করা হচ্ছে। 

ভারতের বিপক্ষে টি-২০ সিরিজের পর ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা। ওই সিরিজে ফেরানো হয়েছে টেস্ট ব্যাটার নিশান মাদুশাঙ্কাকে। অন্তবর্তীকালীন কোচ সনাথ জয়সুরিয়ার অধীনে আকিলা ধনাঞ্জয়া ও চামিকা করুনারত্নে দলে ফিরেছেন। 

শ্রীলঙ্কার ওয়ানডে দল: 
চারিথ আসালঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, সাদেরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, নিশান মাদুশাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, চামিকা করুনারত্নে, মহেশ থিকসানা, আকিলা ধনাঞ্জয়া, দিলশান মাদুশাঙ্কা, মাথিসা পাথিরানা, আসিথা ফার্নান্দো।  

এআর

Wordbridge School
Link copied!