ঢাকা: পাকিস্তানের বিভিন্ন জায়গায় হামলা চালায় ভারত। এতে পাকিস্তানের ২৬ জন মানুষ প্রাণ হারিয়েছেন। তবে ভারত দাবি করেছে তাদের হামলায় নিহত হয়েছে পাকিস্তানের ৭০ জন সন্ত্রাসী।
ভারতীয় মিডিয়ার এমন দাবির পর আনন্দের সাগরে ভাসছে ভারতের জনগণ। তারা বলছেন, পেহেলগামে হামলার পর সমুচিত জবাব দিয়েছে তাদের সেনাবাহিনী।
মোদির সরকার হতে শুরু করে বিরোধী দল কিংবা বলিউড পাড়া সবাই যখন উচ্ছ্বসিত তখন থেমে নেই ভারতের সাবেক ও বর্তমান ক্রিকেটাররাও।
এক সময়ের ক্রিকেট মাঠের বন্ধু ওয়াসিম আকরাম ও শোয়েব আখতারদের দেশে হামলার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন শচিন টেন্ডুলকার-অনিল কুম্বলেরা। ক্রিকেট মাঠকে একটা সময় দুই দেশের মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে দেখা হতো। সেই ক্রিকেটকেও রাজনীতির অংশ বানিয়েছে ভারত। আর এবার হামলা-পাল্টা হামলা নিয়ে বরুণ চক্রবর্তীদের এমন রণহুঙ্কারমূলক মন্তব্য বাবর-রিজওয়ান ও রোহিত-কোহলিদের সম্পর্কেও ফাটল ধরাবে সেটি বলাই যায়।
ভারতের সাবেক ওপেনার ও বর্তমান কোচ গৌতম গম্ভীর এক টুইটে ছবি দিয়ে লেখেন জয় হিন্দ। কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার লিখেছেন, ভারতের ঢাল হচ্ছে তার মানুষ। সন্ত্রাসের কোনো স্থান নেই এই পৃথিবীতে। আমরা এক দল!’
বীরেন্দ্রর শেবাগ বলেছেন, ইন্ডিয়ান আর্মিদের স্যালুট। এদিকে সাবেক ক্রিকেটার সুরেশ রায়নাও অপারেশন সিন্দুরের ছবি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আরেক সাবেক ক্রিকেটার শিখর ধাওয়ান ইনস্টাগ্রামে বলেন, ‘যা বলা হয়েছিল, তা করে দেখানো হয়েছে। ন্যায় প্রতিষ্ঠিত। ভারত মাতা কি জয়!’
এছাড়া সাবেক ক্রিকেটার ইরফান পাঠান, অনিল কুম্বলে, উমেশ ইয়াদব, আকাশ চোপড়া, প্রজ্ঞান ওঝা, মনোজ তিওয়ারি এবং ভারতের স্পিনার বরুণ চক্রবর্তীও সেনাবাহিনীর সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।
এআর