• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পাকিস্তানের হামলায় আফগানিস্তানের ৩ ক্রিকেটার নিহত


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৮, ২০২৫, ০৯:৩৭ এএম
পাকিস্তানের হামলায় আফগানিস্তানের ৩ ক্রিকেটার নিহত

পাকিস্তান ও আফগানিস্তানের ক্রিকেট ম্যাচের মধ্যে উত্তেজনার ছবি

আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানি বিমান হামলায় তিন স্থানীয় ক্রিকেটার নিহত হওয়ার ঘটনায় আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান। নিহত খেলোয়াড়েরা প্রদেশটির রাজধানী শারানায় একটি প্রীতি ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে এ হামলার শিকার হন।

শুক্রবার (১৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স' (পূর্বে টুইটার)–এ দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। বিবৃতিতে বলা হয়, "এই মর্মান্তিক ঘটনায় আমাদের ক্রীড়া সম্প্রদায় এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং দেশের জনগণের অনুভূতির প্রতি সম্মান দেখিয়ে আমরা আসন্ন সিরিজ থেকে নিজেদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।"

এই সিরিজে পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান অংশ নেওয়ার কথা ছিল, যা আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। উল্লেখযোগ্যভাবে, এটি হতে যাচ্ছিল আফগানিস্তানের প্রথম পাকিস্তান সফর যেখানে তারা পাকিস্তান দলের বিপক্ষে সে দেশের মাটিতে মাঠে নামত।

গত কয়েক সপ্তাহ ধরেই পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা চরমে পৌঁছেছে। ১১ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত সংঘর্ষে শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য।

ক্রিকেটের বাইরেও এই পরিস্থিতি দুই দেশের সম্পর্কে ব্যাপক প্রভাব ফেলছে। যদিও অতীতে আফগানিস্তান ২০২৩ সালের এশিয়া কাপ ও চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান সফর করেছিল, তবে ওইসব সফরে তাদের প্রতিপক্ষ ছিল ভিন্ন দল।

এই ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পেছনে উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যে ক্রীড়ার মাধ্যমে কিছুটা সম্পর্কোন্নয়ন। তবে সর্বশেষ হামলা এবং তিন তরুণ ক্রীড়াবিদের করুণ মৃত্যুর পর সেই উদ্যোগ কার্যত ভেস্তে গেল।

এ ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে আন্তর্জাতিক মহল বিষয়টি গভীর নজরে রাখছে এবং দুই প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিক ও ক্রীড়া সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। সূত্র: ইএসপিএন

এম

Wordbridge School
Link copied!