• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইশান্তকে নিয়ে ভারতের স্কোরকে ‘ভদ্রস্থ’ করলেন জাদেজা


ক্রীড়া ডেস্ক আগস্ট ২৪, ২০১৯, ১২:৪৫ পিএম
ইশান্তকে নিয়ে ভারতের স্কোরকে ‘ভদ্রস্থ’ করলেন জাদেজা

ঢাকা: অ্যান্টিগা টেস্টের প্রথম দিনে প্রাথমিক ধাক্কা ভারত সামলেছিল আজিঙ্কা রাহানের ব্যাটে। শুক্রবার (২৩ আগস্ট)  দ্বিতীয় দিনে রবীন্দ্র জাদেজার লড়াকু ইনিংসে ভদ্রস্থ স্কোরে পৌঁছাল টিম ইন্ডিয়া ৷ অষ্টম উইকেটে জাদেজা ও ইশান্ত শর্মার ৬০ রানের জুটিতে ভর করে আড়াইশোর গণ্ডি টপকায় ভারত৷ জাদেজার লাড়াকু ফিফটিতে প্রথম ইনিংসে ২৯৭ রান তোলে ভারত।

৬ উইকেটে ২০৩ রান নিয়ে এদিন ব্যাটিং করতে নেমে শুরুতেই ঋষভ পন্থের উইকেট হারায় ভারত ৷ আগের দিনে ২০ রানে অপরাজিত থাকা পন্থ এদিন ব্যক্তিগত স্কোরের সঙ্গে মাত্র ৪ রান যোগ করে ড্রেসিংরুমে পথ ধরেন।

পন্থ ফিরলেও ভারতীয় ইনিংসকে ভদ্রস্থ স্কোরে পৌঁছাতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন জাদেজা ৷ ইশান্তকে সঙ্গে নিয়ে অষ্টম উইকেটে গুরুত্বপূর্ণ ৬০ রান যোগ করেন বাঁহাতি অলরাউন্ডার৷ দ্বিতীয় নতুন বলেও ক্যারিবিয়ান পেসারদের বিরুদ্ধে সাবলীল ব্যাটিং করে জাদেজা-ইশান্ত জুটি৷ জাদেজাকে সঙ্গ দিয়ে ১৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ইশান্ত ৷

ইশান্ত আউট হওয়ার পর  শামি শূন্য রানে ফেরেন৷ তবে শেষ উইকেটে জসপ্রীত বুমরাহকে নিয়ে ২৯ রান যোগ করেন জাদেজা৷ সেই সঙ্গে টেস্ট ক্রিকেটে তাঁর একাদশতম ফিফটি  করেন সৌরাষ্ট্রের এই অলরাউন্ডার ৷ বুমরাহকে নিয়ে আক্রমণাত্মক ইনিংস খেলতে গিয়ে হোল্ডারের বলে ব্যক্তিগত ৫৮ রানে আউট হন জাদেজা ৷ ১১২ বলের ইনিংসে ছয়টি বাউন্ডারি এবং একটি ছক্কা হাঁকান তিনি ৷ ক্যারিবিয়ান পেসারদের মধ্যে চারটি উইকেট নেন রোচ এবং তিনটি উইকেট নেন গ্যাব্রিয়েল৷

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!