• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অতিরিক্ত কাজের চাপে নারী সাংবাদিকের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক  অক্টোবর ৭, ২০১৭, ০৪:৩০ পিএম
অতিরিক্ত কাজের চাপে নারী সাংবাদিকের মৃত্যু

ঢাকা: জাপানের রাজধানী টোকিওতে এক মাসে ১৫৯ ঘণ্টা ওভারটাইম করতে গিয়ে এক নারী সাংবাদিকের মৃত্যু হয়েছে। ৩১ বছর বয়সী মিয়া সাডো পাবলিক ব্রডকাস্টার এনএইচকে’র সদর দপ্তরে কাজ করতেন। 

মিয়ার হার্টের সমস্যা ছিল। তা সত্ত্বেও এক মাসে ১৫৯ ঘণ্টা ওভারটাইম করেন তিনি। ওই মাসে ছুটি নেন মাত্র ২ দিন। যার ফলে এই করুণ পরিণতি ঘটে।

দেশটির গণমাধ্যম জাপান টাইমস এ খবর বলা হয়েছে, ২০১৩ সালে জুলাইতে এই রাজনৈতিক রিপোর্টারের মরদেহ পাওয়া যায় বিছানার ওপরে। মৃত্যুর সময় সাডোর বয়স ছিল মাত্র ৩১ বছর। সম্প্রতি তার পরিবারের করা মামলার পর বিষয়টি সামনে এসেছে।

ঘটনার এক বছর পর জাপানের কর্মকর্তারা বলেন, তার মৃত্যু অতিরিক্ত কর্মঘণ্টার সঙ্গে সম্পর্কযুক্ত। মৃত্যুর আগের মাসে মাত্র দুদিন ডে-অফ নিয়েছিলেন তিনি। মৃত্যুর ঘটনার চার বছর পরে এসে সাডোর মা-বাবার চাপের মুখে এনএইচকে মামলাটি সবার কাছে উন্মুক্ত করেন।

সাডোর বাবা-মা বলেন, এ ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি আর না ঘটে সেজন্য পদক্ষেপ নেয়া হোক।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!