• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আর্জেন্টিনা-উরুগুয়ের কাতারে ফ্রান্স


ক্রীড়া ডেস্ক জুলাই ১৬, ২০১৮, ১২:১৫ এএম
আর্জেন্টিনা-উরুগুয়ের কাতারে ফ্রান্স

ঢাকা: আর্জেন্টিনা আর উরুগুয়ের কাতারে নাম লেখাল ফ্রান্স। আর্জেন্টিনা ও উরুগুয়ে দু’দেশেই দু’বার করে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। এবার সেখানে নতুন করে নাম লেখাল ফরাসিরা। ১৯৯৮ বিশ্বকাপ জয়ের পর ২০১৮-তে এসে তারা আবার বিশ্বকাপ ট্রফি ঘরে তুলল। তাছাড়া গত ২০ বছরে সবচেয়ে বেশিবার (৩) বিশ্বকাপ খেলা দলের নামও ফ্রান্স।

স্বাগতিক

চ্যাম্পিয়ন

ফল

২০১৮ রাশিয়া

ফ্রান্স

ফ্রান্স ৪-২ ক্রোয়েশিয়া

২০১৪ ব্রাজিল

জার্মানি

জার্মানি ১-০ আর্জেন্টিনা

২০১০ দক্ষিণ আফ্রিকা

স্পেন

স্পেন ১-০ হল্যান্ড

২০০৬ জার্মানি

ইতালি

১-১, টাইব্রেকারে ইতালি ৫-৩ ফ্রান্স

২০০২ জাপান/দ. কোরিয়া

ব্রাজিল

ব্রাজিল ২-০ জার্মানি

১৯৯৮ ফ্রান্স

ফ্রান্স

ফ্রান্স ৩-০ ব্রাজিল

১৯৯৪ যুক্তরাষ্ট্র

ব্রাজিল

০-০, টাইব্রেকারে ব্রাজিল ৩-২ ইতালি

১৯৯০ ইতালি

জার্মানি

জার্মানি ১-০ আর্জেন্টিনা

১৯৮৬ মেক্সিকো

আর্জেন্টিনা

আর্জেন্টিনা ৩-২ জার্মানি

১৯৮২ স্পেন

ইতালি

ইতালি ৩-১ জার্মানি

১৯৭৮ আর্জেন্টিনা

আর্জেন্টিনা

আর্জেন্টিনা ৩-১ হল্যান্ড

১৯৭৪ জার্মানি

জার্মানি

জার্মানি ২-১ হল্যান্ড

১৯৭০ মেক্সিকো

ব্রাজিল

ব্রাজিল ৪-১ ইতালি

১৯৬৬ ইংল্যান্ড

ইংল্যান্ড

ইংল্যান্ড ৪-২ জার্মানি

১৯৬২ চিলি

ব্রাজিল

ব্রাজিল ৩-১ চেকোস্লোভাকিয়া

১৯৫৮ সুইডেন

ব্রাজিল

ব্রাজিল ৫-২ সুইডেন

১৯৫৪ সুইজারল্যান্ড

জার্মানি

জার্মানি ৩-২ হাঙ্গেরি

১৯৫০ ব্রাজিল

উরুগুয়ে

উরুগুয়ে ২-১ ব্রাজিল

১৯৪৬

হয়নি

 

১৯৪২

হয়নি

 

১৯৩৮ ফ্রান্স

ইতালি

ইতালি ৪-২ হাঙ্গেরি

১৯৩৪ ইতালি

ইতালি

ইতালি ২-১ চেকোস্লোভাকিয়া

১৯৩০ উরুগুয়ে

উরুগুয়ে

উরুগুয়ে ৪-২ আর্জেন্টিনা

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!