• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইউক্রেনে বৃদ্ধাশ্রমে আগুন, নিহত ১৭


আন্তর্জাতিক ডেস্ক মে ২৯, ২০১৬, ০৪:৪৮ পিএম
ইউক্রেনে বৃদ্ধাশ্রমে আগুন, নিহত ১৭

ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি বৃদ্ধাশ্রমে আগুনে অন্তত ১৭ জনের প্রাণহানি ঘটেছে। রোববার (২৯ মে) সকালের দিকে দুই তলা ওই ভবনে আগুন ছড়িয়ে পড়ে। কিয়েভের কাছের একটি গ্রামের ওই বৃদ্ধাশ্রমে ৩৫ জন ছিলেন।

এ বিষয়ে ইউক্রেনের এমারজেন্সি মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইউক্রেনের গণমাধ্যমে জানায়, জরুরি বিভাগের কর্মীরা ১৮ জনকে উদ্ধার করেছেন। এদের মধ্যে আগুনে ঝলসে যাওয়া ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। দেশটির প্রধানমন্ত্রী ভ্লাদিমির গ্রইসম্যান অগ্নিকাণ্ডের এই ঘটনাকে ভয়াবহ উল্লেখ করে বলেন, এটি একটি অপূরণীয় ক্ষতি, যা কোন কিছুর বিনিময়ে পূরণ করা সম্ভব নয়।

এছাড়া সরকার নিহতদের পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন বলেও জানায় ইউক্রেনের গণমাধ্যমে বলা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!