• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘ওরা আমাদের মেরে ফেলবে’


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ৭, ২০১৮, ০৬:০৩ পিএম
‘ওরা আমাদের মেরে ফেলবে’

ঢাকা: আমাদের দেশে সম্পূর্ণ শান্তি না আসা পর্যন্ত দয়া করে আমাদের মিয়ানমারে ফেরত পাঠাবেন না, আমরা অসহায়, আমাদের এখানে থাকতে দিন। ওরা আমাদের মেরে ফেলবে। এভাবেই কথাগুলো বললেন মিয়ানমারের রাখাইন রাজ্যে থেকে ভারতে পালিয়ে আসা রোহিঙ্গারা।

ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম এএনআইকে দেয়া সাক্ষাৎকারে দিল্লির শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গারা জানায়, ভারত থেকে যে সাত রোহিঙ্গাকে মিয়ানমারে পাঠানো হয়েছে তাদের জীন নিয়ে শঙ্কা রয়েছে।

দিল্লির ওই ক্যাম্পের রোহিঙ্গা মুসলিমরা তাদেরকে মিয়ানমারে ফেরত না পাঠাতে কেন্দ্রীয় সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন।

এএনআইকে দেয়া সাক্ষাৎকারে এক রোহিঙ্গা বলেন, মিয়ানমারে ফেরত পাঠানো ওই সাতজন আর বেশি দিন বাঁচতে পারবেন না। খুব শিগগিরি তাদেরকে হত্যা করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি মিয়ানমারের রাখাইন থেকে প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে সাতজনকে রাখাইনে ফেরত পাঠিয়েছে দেশটি।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!