• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাছ লাগানোর প্রচারে তালেবান নেতা


আন্তর্জাতিক ডেস্ক ফেব্রুয়ারি ২৬, ২০১৭, ০৬:২১ পিএম
গাছ লাগানোর প্রচারে তালেবান নেতা

ঢাকা: আফগানিস্তানের জঙ্গি সংগঠন তালেবান প্রধান এবার দেশটিতে বৃক্ষ রোপনের আহ্বান জানিয়েছে জনসাধারণের কাছে। বিবৃতিতে তিনি ফলজ ও বনজ গাছ লাগানোর জন্য আফগান নাগরিকদের কাছে আহ্বান করেন।

রোববার (২৬ ফেব্রুয়ারি) তালেবান প্রধান হাইবাতুল্লাহ আখুন্দজাদা আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে তিনি তালেবান ও সাধারণ নাগরিকদের আহ্বান  জানিয়ে বলেন, মহান আল্লাহর সৃষ্টির কল্যাণে এবং পৃথিবীকে সুন্দর করে তোলার উদ্দেশ্যে এক বা একাধিক ফলজ অথবা অন্যান্য গাছ লাগাতে হবে। আগুনে পোড়ানো এবং অবৈধ কাঠের ব্যবসার জন্য গাছপালা কেটে ফেলা হয় দেশটিতে। প্রচুর হারে বৃক্ষ কর্তন করায় আফগানিস্তানে গাছপালা উচ্ছেদের সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে। তবে পরিবেশগত কোনো বিষয়ে তালেবানদের এ ধরনের বিবৃতি প্রকাশ এটাই প্রথম।

প্রসঙ্গত, ২০১৬ সালে পাকিস্তান সীমান্তের এক প্রদেশে যুক্তরাষ্ট্রের এক ড্রোন হামলায় পূর্বসূরি নেতা মারা যাওয়ার পর মে মাসে তালেবানের নতুন নেতা হন আখুন্দজাদা। তালেবানের নেতা নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে আছেন। সেখান থেকেই দলীয় কমান্ড দিয়ে চলেছেন তিনি।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!