• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চিকিৎসকের অবহেলায় রাস্তায় সন্তান প্রসব


আন্তর্জাতিক ডেস্ক জুন ২২, ২০১৬, ০৪:২৯ পিএম
চিকিৎসকের অবহেলায় রাস্তায় সন্তান প্রসব

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর রাজ্যের এক নারী হাসপাতালে ভর্তির সুযোগ না পেয়ে মুজাফফরনগর শহরের রাস্তায় সন্তান প্রসব করেছেন। এ নিয়ে গোটা রাজ্য জুড়ে সমালোচনা শুরু হয়েছে। এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন ওই সরকারি হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা।

এনডিটিভি বলছে, ওই নারী তার স্বামীর সঙ্গে নির্ধারিত দিনে কান্দাহালা শহরের সরকারি প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে যান। কিন্তু সেখানকার এক চিকিৎসক তাকে বলেন, তার ডেলিভারি হতে এখনো তিন দিন বাকি। তিনি ওই গর্ভধারিনী নারীকে বাড়ি ফিরে যেতে বলেন। কিন্তু ওই নারীর স্বামী বার বার তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি কারানোর আবেদন করলেও চিকিৎসক তাতে সাড়া দেননি। বাড়ি ফেরার পথে রাস্তায় সন্তান প্রসব করেন ওই নারী। এরপর তাকে শামলি জেলার এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই চিকিৎসকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

ওই প্রসূতি আরো দাবি করেছেন, তার বাড়ি ছিল পুগানা গ্রামে। ২০১৩ সালে মুজাফফরনগরে দাঙ্গায় তিনি বাস্তুচ্যূত হন। পরে তিনি কান্দাহালা শহরে এসে বসবাস করতে শুরু করেন।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

 

Wordbridge School
Link copied!