• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টিম হিসেবে খেলতে পারলে জেতা সম্ভব বললেন জিমি


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ১০, ২০১৭, ০৯:৪২ পিএম
টিম হিসেবে খেলতে পারলে জেতা সম্ভব বললেন জিমি

ঢাকা: আর মাত্র একটি রাত্রীর অপেক্ষা। অন্ধকার ঘুচিয়ে ফুটে উঠবে ভোরের অলো। সূর্যের আলোয় অলোকিত হবে ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়াম। নতুন দিনের আশায় বুক বেঁধে আছেন লাল সবুজের হকিপ্রেমীরা। তাদের স্বপ্ন বাস্তবায়নের কারিগর জিমি, চয়ন আর আশরাফুলরা কি পারবে সেই স্বপ্ন বাস্তবে রুপ দিতে?

প্রশ্নের উত্তর পাওয়া যাবে বুধবার (১১ অক্টোবর) সন্ধার মধ্যেই। এদিন বিকাল সাড়ে ৫টায় দশম এশিয়া কাপ হকির উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে তিন বারের চ্যাম্পিয়ন পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান অনেক শক্তিশালী। কিন্তু ঘরের মাঠে কাউকে ছেড়ে কথা বলবে না স্বাগতিকরা। সে কথাই বললেন লাল সবুজের দলের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। ‘আমরা যেন একটা দল হিসেবে ভাল হকি খেলতে পারি সেটাই লক্ষ্য। যদি আমরা টিম হিসেবে খেলতে পারি, কোচের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি, তাহলে যেকোন দলের বিপক্ষে ভাল ফল করা সম্ভব।’

জিমি আরও বলেন, ‘যেহেতু দেশের মাটিতে এশিয়া কাপ। সবারই একটা আগ্রহ থাকে চ্যাম্পিয়ন হওয়ার। সেখানে আমি বলবো আমাদের টার্গেট হচ্ছে ভালো খেলা। আমরা ডে বাই ডে উন্নতি করতে চাই। আমাদের টিমের যে পারফরম্যান্স বা ক্ষমতা তাতে আমাদের বেস্ট হকিটা খেলতে পারলে এবং মন উজাড় করে খেললে যে কোন কিছুই হতে পারে। আমরা খেলার আগে হারবো না।

বাংলাদেশ দলের কোচ মাহবুব হারুন বলেন, ‘দেশের মাটিতে খেলছি, এর মর্যাদাই আলাদা। দেশের জন্য খেলতে হবে এটিই আমার খেলোয়াড়দের প্রতি বাণী। পাকিস্তান ভালো দল, কিন্তু আমরা তাদের চেয়ে নিজেদের শক্তির ওপরই বিশ্বাসী। আমরা আমাদের টিম কম্বিনেশন সাজিয়েছিলাম বিভিন্নভাবে। তবে সারোয়ারের অভাবটা নিশ্চিতভাবেই একটা প্রভাব ফেলবে। কারণ দীর্ঘদিন একটা কম্বিনেশনে আমরা মাঝমাঠটি সাজিয়েছিলাম। পাকিস্তানকে নিয়ে বাড়তি কোন ভয় আমাদের মাঝে নেই। তারা সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন, এশিয় চ্যাম্পিয়ন। তারা এখনও পাওয়ার হাউস। তবে আমরা আমাদের সেরা খেলাটাই প্রদর্শন করতে চাই। আমরা কোন চাপের মাঝে নেই।’

হকি খেলার গুরুত্বপূর্ণ অংশ পেনাল্টি কর্নার। এ প্রসঙ্গে কোচ বলেন, ‘পেনাল্টি কর্নারের ওপর স্বাভাবিকভাবেই একটু বেশি নির্ভর করব আমরা। আশরাফুল, চয়ন, খোরশেদ তিনজনই বিভিন্ন বৈচিত্র্যে পেনাল্টি কর্নার অনুশীলন করেছে। আসলে ম্যাচে যথাযথ মনসংযোগ হওয়াটাই জরুরী। আগে থেকেই নিশ্চিত করে কিছু বলা যায় না। তবে এটি বলতে পারি বাংলাদেশ খেলবে বল পজেশন নির্ভর ও আক্রমণাত্বক হকি।’

বাংলাদেশ দলের পেনাল্টি কর্নার স্পেশালিষ্ট মামুনুর রহমান চয়ন বলেন, ‘পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সময়ে আমরা একটি ম্যাচ খেলেছি। তাদের স্টাইল আমাদের জানা। আমরা প্রস্তুত আছি এশিয়া কাপের চ্যালেঞ্জ নেয়ার জন্য। আর বুধবারই আমাদের সেই চ্যালেঞ্জ শুরু। বাংলাদেশ সাহসিকতার সাথেই পাকিস্তানের ম্যাচটি খেলবে। এটি আমি নিশ্চিত করেই বলতে পারি।’

তিনিও আরও বলেন, ‘আমরা সেরা খেলাটাই এখানে খেলতে চাই। আশরাফুল, খোরশেদ এবং আমি রয়েছি পেনাল্টি কর্নার থেকে হিট করার জন্য। কারণ আমাদের পিসি পজিশন শক্তিশালী। অন্তত তিনটি পিসি থেকে একটি গোল যেন আমরা আদায় করতে পারি, সেদিকে খেয়াল রাখতে হবে। কার র‌্যাংকিং কত, তা নিয়ে ভাবার সময় নেই। জেতার জন্যই মাঠে নামতে হবে। পাকিস্তানও জেতার জন্য নামবে। পুরো ৬০ মিনিট পাব আমরা। এই সময়ের মধ্যে গোল আদায় করে নিতে হবে আমাদের।’

এদিকে পাকিস্তান দলের অধিনায়ক মোহাম্মদ ইরফান বলেন, ‘আমরা আজও ভাল ট্রেনিং সেশন করেছি। বাংলাদেশের বিপক্ষে ভাল হকি খেলার জন্য সামনের দিকে তাকিয়ে আছি। বাংলাদেশ সহজ দল নয়। আমি তাদের কয়েকজন খেলোয়াড়কে চিনি, যারা জার্মানিতে খেলেছে। জিমি ভাল খেলোয়াড়। যদি আমরা তাদেরকে সহজভাবে নেই, তাহলে তারা আমাদের হারানোর সুযোগটা নেবে। টুর্নামেন্টের প্রথম মিনিট থেকেই আমরা ভাল হকি খেলতে চাই। অবশ্যই আমরা বাংলাদেশের চেয়ে ভাল দল। আমাদের ভাল খেলোয়াড় আছে। কয়েকজন হল্যান্ডে খেলে এসেছে। আমিও ইংল্যান্ডে খেলে এসেছি। আমি অবশ্য শেষ ইভেন্টে খেলিনি।’

উল্লেখ্য, বাংলাদেশ দল তিন মাসের প্রস্তুতি নিয়েছে। চীনেও ছয়টি প্রস্তুতি ম্যাচ খেলেছে। মূল আসর শুরু আগে অংশ নেওয়া দলগুলো মধ্যে জাপান ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে একটি করে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। জাপানের বিপক্ষে ৪০ মিনিটের ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে জয় পায়। পরের ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৩০ মিনিটের ম্যাচে ০-২ গোলে হেরেছে। স্বাগতিকরা এই দুটি ম্যাচের অভিজ্ঞতা কাছে লাগাতে চায় মূল ম্যাচে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!