• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দিতে চান স্যামুয়েলস


ক্রীড়া ডেস্ক মার্চ ১২, ২০১৭, ১০:৫২ পিএম
পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দিতে চান স্যামুয়েলস

ঢাকা: কিছুদিন আগে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হয়ে গেল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল। ছয় বছর আগে ২০০৯ সালে এই স্টেডিয়ামে আসার পথে বন্দুকধারিদের অতর্কিত হামলার শিকার হয়েছিল শ্রীলঙ্কার টিম বাস। তারপর থেকেই দেশান্তরি হয়ে পড়েছিল পাকিস্তানের ক্রিকেট।

সেই গাদ্দাফি স্টেডিয়ামে নজিরবিহীন নিরাপত্তার মধ্যে ফাইনাল খেলে পাকিস্তানের প্রেমে পড়ে গেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস। সেটা এতটাই যে, টুইটারে তিনি পাকিস্তান সেনাবাহিনীতেও যোগ দেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

পিএসএলে এবার চ্যাম্পিয়ন হয়েছে পেশোয়ার জালমি। শনিবার (১১ মার্চ) পাক সেনাপ্রধান কামর জাভেদ বাজওয়া পেশোয়ার জালমি দলের সঙ্গে দেখা করেন।

তারপরই স্যামুয়েলস টুইট করে লেখেন,‘ পাকিস্তানে নিছক ক্রিকেট খেলতে আসা নয়। মানুষের মুখের হাসিই বলে দিচ্ছে দলের সাফল্যর কথা। এখানে ক্রিকেট না হওয়ায় পাকিস্তানের মানুষের মন ভালো ছিল না।

আমি পাকিস্তানের জেনারেলকে একটা কথা বলতে চাই, আমি আপনার পাক সেনার সদস্য হতে চাই। কাঁধে ওই ব্যাজটা আমার দেখার ইচ্ছা।’

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

 

Wordbridge School
Link copied!