• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের বিপক্ষে লিটনের সঙ্গে ওপেনিংয়ে সৌম্য?


ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ২৫, ২০১৮, ০৯:২১ পিএম
পাকিস্তানের বিপক্ষে লিটনের সঙ্গে ওপেনিংয়ে সৌম্য?

ফাইল ফটো

ঢাকা: টানা চার ম্যাচে ওপেনিং জুটি ব্যর্থতার পরিচয় দিয়েছে। ওপেনিং জুটি শুরুতেই ভেঙে যাচ্ছে, এর খেসারত দিতে হচ্ছে বাংলাদেশ দলকে। গত চার ম্যাচে লিটন দাস-নাজমুল হোসেন শান্তর জুটি দেখুন, ১, ১৫, ১৫ ও ১৬। ওপেনিং জুটি এমন নড়বড়ে হলে তাঁর চাপ পড়ে গোটা দলের ওপর।

বুধবার (২৬ সেপ্টেম্বর) পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম ওপেনিং জুটি। ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছেন নাজমুল হোসেন শান্ত। টানা তিন ম্যাচ খেলে তিনি করতে পেরেছেন, ৭,৭ ও ৬। আরেক ওপেনার লিটন দাসের অবস্থাও বিশেষ ভালো না। তিনি টিকে যাচ্ছেন আফগানিস্তানের বিপক্ষে ৪১ রান করার সুবাদে। ধারাবাহিক ব্যর্থতার কারণে নাজমুলের ওপর কোপ পড়তে পারে পাকিস্তান ম্যাচে। সেক্ষেত্রে ইমরুল কায়েসের মতো সুযোগ পেতে পারেন সৌম্য সরকার। আর সেটি হলে তিনি লিটনের সঙ্গে ওপেন করবেন।

সৌম্যকে একাদশে নেওয়া প্রসঙ্গে কোচ স্টিভ রোডস সরাসরি কিছু বলেননি। তাঁর মন্তব্য,‘ আপনারা দেখেছেন সে আজ এখানে অনুশীলন করেছে। সব খেলোয়াড়ের মতো সে এই ম্যাচে খেলার যোগ্যতা রাখে। এখনো আমরা একাদশ করিনি। অধিনায়ক, নির্বাচকদের সঙ্গে বসে একাদশ ঠিক করব। দলের ১৭ জন খেলোয়াড়ের মতো সে খেলতে উন্মুখ।’

জানা গেছে, কোচ চান নাজমুলকে আরও একটি সুযোগ দিতে। কিন্তু টিম ম্যানেজমেন্টের বেশির ভাগ সদস্যের মত সৌম্যকে নেওয়ার। অবশ্য এখানে ইমরুলও প্রভাবক হিসেবে কাজ করছেন। তিনি মাঠে নেমেই যে ৭২ রানের মহাগুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন।

এক বছর ওয়ানডেতে বাইরে ছিলেন সৌম্য। তবে এই পাকিস্তানের বিপক্ষে দারুন আনন্দস্মৃতি আছে তাঁর। ওয়ানডে ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরি ও সর্বোচ্চ (১২৭) রানের ইনিংসটা তাঁর পাকিস্তানের বিপক্ষেই খেলা। প্রতিপক্ষ দলে বাঁহাতি পেসারের আধিক্য ও অতীত রেকর্ড ঘাঁটলে সৌম্যকে একাদশের বাইরে রাখার যৌক্তিকতা খুঁজে পাওয়া যাবে না।

ইমরুল কায়েস আফগানদের বিপক্ষে ছয় নম্বরে নেমে দারুন করেছেন। আবারও কি তিনি ছয়ে নামবেন? স্টিভ রোডস এ নিয়ে আগ বাড়িয়ে কিছু বললেন না, ‘দেখুন আমাদের কৌশল ফাঁস করতে পারি না। ম্যাচটা জিততে চাই। পাকিস্তান আমাদের কৌশল জানুক, সেটি চাই না। কেন চাই না, আশা করি বুঝতে পারছেন। সবাই আমরা এখানে এসেছি বাংলাদেশকে জেতাতে।’

টপ অর্ডারের ধারাবাহিক ব্যর্থতা নিয়ে যে বাংলাদেশ কোচ চিন্তিত সেটি অস্বীকার করেননি, ‘আমরা অবশ্যই একটা ভালো শুরু পেতে চাইব। সব কোচই এটি চায়। তবে সব সময় এ চাওয়া পূরণ হয় না। দুঃখের বিষয়, প্রথম ম্যাচে পাওয়া তামিমের চোটটা আমাদের জন্য বিরাট ধাক্কা। শান্তকে (নাজমুল) নিয়েছিলাম ওর জায়গায়। তরুণ প্রতিভাবান ওপেনারকে একটা সুযোগ দিয়েছি। কিন্তু সে এখনো ভালো করতে পারেনি। সে খেলবে কি না, এটা ভেবে দেখা যেতে পারে।’

সোনালীনিউজ/আরআইবি/এমএইচএম

Wordbridge School
Link copied!