• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পোপের কাছে ক্ষমা চাইবেন ফিলিপাইনের নবনির্বাচিত প্রেসিডেন্ট


আন্তর্জাতিক ডেস্ক মে ১২, ২০১৬, ০৩:৪৪ পিএম
পোপের কাছে ক্ষমা চাইবেন ফিলিপাইনের নবনির্বাচিত প্রেসিডেন্ট

ফিলিপাইনের নবনির্বাচিত প্রেসিডেন্ট রোদ্রিগো দুতার্তে পোপের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চাইবেন। এজন্যে তিনি ভ্যাটিকান সফরে যাওয়ার পরিকল্পনা করছেন। পোপকে তিনি বেশ্যার ছেলে বলেছিলেন।
প্রেসিডেন্টের মুখপাত্র বৃহস্পতিবার এ কথা জানান।
দক্ষিণাঞ্চলীয় শহর দাভাওয়ে মুখপাত্র লাভিনা সাংবাদিকদের বলেন, দুতার্তে একাধিবার বলেছেন, নির্বাচনে তার হার জিত যাই হোক না কেন তিনি পোপের কাছে গিয়ে নিজ মন্তব্যের ব্যাখ্যা দেবেন এবং ক্ষমা চাইবেন।

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!