• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সনদ পেল বাস্কেটবল খেলোয়াড়রা


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ২৩, ২০১৭, ০৬:০৬ পিএম
সনদ পেল বাস্কেটবল খেলোয়াড়রা

ঢাকা: জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে এবং বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় শেষ হলো তৃণমূল পর্যায় থেকে বাছাইকৃত প্রতিভাবান বাস্কেটবল খেলোয়াড়দের প্রশিক্ষণ কর্মসূচী। সোমবার (২৩ জানুয়ারি) ধানমন্ডিস্থ উডেন ফ্লোর জিমন্যাশিয়ামে চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী খেলোয়াড়দের সনদপত্র প্রদান করা হয়।

খেলোয়াড়দের মাঝে সনদপত্র বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী  শ্রী বীরেন শিকদার, বাস্কেটবল ফেডারেশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) দীল মোহাম্মদ ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ-মহাসচিব বাদল রায়। এ সময় আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ সভাপতি মইনুল আহসান মঞ্জু, সাধারণ সম্পাদক লে: কমান্ডার এ কে সরকার (অব:), যুগ্ম সম্পাদক খায়রুল আলম ফরহাদ ও ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগন।

প্রশিক্ষণ কর্মসূচীতে বিভিন্ন জেলা হতে আগত বালক ও বালিকা বিভাগে মোট ৩০ জন খেলোয়াড় অংশগ্রহণ করে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!