• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৌদিতে চলচ্চিত্র বাজার উন্মুক্ত


আন্তর্জাতিক ডেস্ক ডিসেম্বর ১৭, ২০১৭, ০২:২৬ পিএম
সৌদিতে চলচ্চিত্র বাজার উন্মুক্ত

ঢাকা: অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে প্রায় চার দশক পর প্রেক্ষাগৃহের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে সৌদি সরকার। মার্কিন সিনেমা জায়ান্ট এএমসি এন্টারটেইনমেন্ট চলচ্চিত্র বাজারের সুযোগটি কাজে লাগাতে সৌদি আরবে প্রেক্ষাগৃহ নির্মাণ ও পরিচালনায় বিনিয়োগ করছে।

এদিকে সৌদি আরবের মোট জনসংখ্যার বেশির ভাগের বয়স ২৫ বছরের নিচে। এ প্রজন্ম পার্শ্ববর্তী  দেশে সিনেমা দেখতে চায় অথবা ইউটিউবে সিনেমা দেখে। এ অবস্থায় প্রেক্ষাগৃহের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তবে সৌদি সরকারের এ ধরনের সিদ্ধান্তের ফলে তাদেরকে ধর্মীয় মৌলবাদীদের রোষানলে পড়তে হচ্ছে তাকে।

এরপরও ২০৩০ সালের মধ্যে ৩০০টি প্রেক্ষাগৃহ চালুর পরিকল্পনা করছে সৌদি সরকার। দেশটির সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় আশা করছে, এ শিল্পের ফলে অর্থনীতিতে ২ হাজার ৪০০ কোটি ডলার যুক্ত হবে।

সোনালীনিউজ/জেডআরসি/এইচএআর

Wordbridge School
Link copied!