• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হিমাচলে ভূমিধসে নিহত ৪৮


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ১৪, ২০১৭, ০২:১২ পিএম
হিমাচলে ভূমিধসে নিহত ৪৮

ঢাকা: ভারতের হিমাচল প্রদেশে ভূমিধসের ঘটনায় সরকারি পরিবহন সংস্থার দুটি ‍যাত্রীবাহী বাস চাপা পড়ে অন্তত ৪৮ জন নিহত হয়েছেন। বাস দুটিতে ৫০ জনেরও বেশি যাত্রী থাকায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে দেশটির সরকারী কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে আল জাজিরা। 

রোববার (১৩ আগস্ট) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে হিমাচলের মান্ডি জেলায় ভূমিধসের এ ঘটনা ঘটে।

মধ্যরাতে প্রবল বৃষ্টির মধ্যে জেলার কোটপুরি গ্রামের কাছে মান্ডি-পাঠানকোট মহাসড়কের একটি খাবারের দোকানের সামনে দাঁড়িয়েছিল বাস দুটি, এ সময় ভূমিধসের ঘটনাটি ঘটে। এতে আরো কয়েকটি গাড়ি চাপা পড়ে থাকতে পারে বলে জানিয়েছেন ওই কর্মকর্তারা। 

৪৮টি লাশ উদ্ধার করার পর ২৩ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

প্রায় ২৫০ মিটার জায়গাজুড়ে ভূমিধসের ঘটনাটি ঘটেছে। এতে কয়েকটি বাড়িসহ আরো দুটি গাড়িও চাপা পড়েছে। একটি অংশ ধসে পড়ায় মহাসড়কটি বন্ধ হয়ে গেছে। এতে ওই স্থানের দুই পাশে বহু যানবাহন আটকা পড়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

আরো ভূমিধসের আশঙ্কায় রোববার রাতে উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছিল। সোমবার সকাল থেকে উদ্ধার অভিযান আবার শুরু করা হবে।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!