• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এডিবি

চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি ৩.৯ শতাংশ বাড়বে


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৯, ২০২৫, ১২:৪২ পিএম
চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি ৩.৯ শতাংশ বাড়বে

ঢাকা : ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৩.৯ শতাংশ বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। দক্ষিণ এশিয়ার গড় প্রবৃদ্ধির অনুমান ৬ শতাংশ হলেও, বাংলাদেশের প্রবৃদ্ধি এ থেকে অনেকটাই কম।

এডিবির বুধবার (৯ এপ্রিল) প্রকাশিত ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক’ প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয়।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, আগামী অর্থবছরে (২০২৫-২৬) বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৫.১ শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে। গত অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল ৪.২ শতাংশ, যা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী।

এডিবি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের জন্য ২০২৫ সালের প্রবৃদ্ধি পূর্বাভাস দিয়েছে। এর মধ্যে, ভারত ৬.৭ শতাংশ, মালদ্বীপ ৬ শতাংশ, ভুটান ৮.৪ শতাংশ, এবং পাকিস্তান ২.৫ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস পেয়েছে।

বাংলাদেশের ওপর আলাদা উপস্থাপনের জন্য এডিবির ঢাকা কার্যালয় আজ দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। প্রতিবেদনে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে যাওয়ার পেছনে রাজনৈতিক অস্থিতিশীলতা, প্রাকৃতিক দুর্যোগ, শ্রমিক অসন্তোষ ও উচ্চ মূল্যস্ফীতির মতো বিষয়গুলোকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এডিবি প্রতিবেদনে আরও জানিয়েছে, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পূর্বাভাস তৈরির সময় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক শুল্ক বৃদ্ধিকে তারা বিবেচনায় নেয়নি। তবে, যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধি এশিয়ার অর্থনীতির ওপর কেমন প্রভাব ফেলবে, তা নিয়ে আলাদা পর্যালোচনা রয়েছে তাদের প্রতিবেদনে।

এমটিআই

Wordbridge School
Link copied!