• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন


নিউজ ডেস্ক জানুয়ারি ২১, ২০২১, ০৯:০৭ পিএম
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

ফাইল ছবি

ঢাকা: ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় রাতে এ ভূমিকম্প আঘাত হানে। 

সমুদ্রপৃষ্ঠের ৯৫.৮ কিলোমিটার নীচে এই ভূমিকম্পের উৎসস্থল। ইউএস জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী, দাভাও অক্সিডেন্টাল প্রভিন্সের দক্ষিণ-পূর্বে অবস্থিত এই উৎস।

এলাকার নিকটবর্তী অঞ্চলে এদিন তীব্র কম্পন অনুভূত হয়েছে। তবে হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত নেই। সুনামি ওয়ার্নিং সিস্টেম অনুযায়ী, কোনও সুনামির সম্ভাবনা নেই।

তবে বেশ কিছু অঞ্চল বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

এর ঠিক আগে গত বছরের ১৬ অক্টোবর ৬ দশমিক ৩ মাত্রার ও ২৯ অক্টোবর ৬ দশমিক ৬ মাত্রার দুটি ভূমিকম্প হয়। ওই দুই ভূমিকম্পে ইতোমধ্যে ওই অঞ্চলের অনেক ভবন ও বাড়ি ভেঙে পড়েছিল। সেগুলি ঠিক করতে না করতেই ফের কম্পন অনুভূত হয়। 

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!