• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নেপালে বাস খাদে পড়ে নিহত ৩২


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ১৩, ২০২১, ১১:৩৬ এএম
নেপালে বাস খাদে পড়ে নিহত ৩২

পাহাড়ি রাস্তা থেকে পিছলে কয়েকশ মিটার নিচে পড়ে যায় বাসটি। ছবি: মাই রিপাবলিকা

ঢাকা : নেপালের পাহাড়ি রাস্তা থেকে একটি বাস খাদে পড়ে অন্তত ৩২ জন নিহত ও আরও ১৫ জন আহত হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় মুগু জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো খবর দিয়েছে।

নেপালের সরকারি কতৃপক্ষ জানিয়েছে, বাসটি পাহাড়ি রাস্তা থেকে পিছলে কয়েক শ মিটার নিচে গড়িয়ে পড়ে।    

নেপালের ইংরেজি নিউজ পোর্টাল মাই রিপাবলিকা জানিয়েছে, নেপালগঞ্জ শহর থেকে যাত্রী নিয়ে মুগু জেলার গামগাধি এলাকায় যাওয়ার পথে পিনাগাউন এলাকায় পাহাড়ি রাস্তা থেকে পিছলে কয়েকশ মিটার নিচে পড়ে যায় বাসটি। দুর্ঘটনায় অন্তত ২৪ জন ঘটনাস্থলেই মারা যান, বাকিদের মৃত্যু হয় হাসপাতালে। গুরুতর আহতদের মধ্যে ১৪ জনকে হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় প্রশাসক রোম বাহাদুর মাহাত জানান, দুর্ঘটনা স্থলটি রাজধানী থেকে বেশ দূরের মুগু জেলায়। যেখানকার রাস্তাঘাট বেশ এবড়োথেবড়ো। আমরা এখনো দুর্ঘটনাস্থলে মরদেহ অনুসন্ধানে ব্যস্ত রয়েছি।

দুর্ঘটনার কারণ ও বাসটিতে কতজন যাত্রী ছিলেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে কর্মকর্তারা আশঙ্কা করছেন, উদ্ধার অভিযান এখনো চলমান থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে।

পাহাড়ি অঞ্চল নেপালে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। অরক্ষিত যানবাহন ও মহাসড়কে তীক্ষ্ণ বাঁকযুক্ত সরু রাস্তাগুলোকে এসব দুর্ঘটনার কারণ হিসেবে দায়ী করা হয়।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!