• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ওমরাহযাত্রীদের জন্য নতুন নিয়ম: রিটার্ন টিকিট ছাড়া ইমিগ্রেশন নয়


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ২৪, ২০২৫, ১০:৩১ পিএম
ওমরাহযাত্রীদের জন্য নতুন নিয়ম: রিটার্ন টিকিট ছাড়া ইমিগ্রেশন নয়

ওমরাহ করতে এখন থেকে বাধ্যতামূলকভাবে রিটার্ন টিকিট নিতে হবে—এ নিয়ম কার্যকর হয়েছে সবধরনের ভিসাধারী ও সব দেশের নাগরিকের জন্য। শুক্রবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে খালিজ টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাত থেকে সৌদি আরবে যাওয়া যাত্রীদের রিটার্ন টিকিট না থাকলে বিমানবন্দর ইমিগ্রেশন পার হতে দেওয়া হচ্ছে না। বিশেষ করে ওমরাহ ভিসাধারীদের ক্ষেত্রে এই কড়াকড়ি বেশি লক্ষ্য করা যাচ্ছে।

দুবাই থেকে রিয়াদগামী এক যাত্রী সাঈদ মিরান খালিজ টাইমসকে বলেন, “আমার ওমরাহ ভিসা ছিল। ভেবেছিলাম মদিনাতে কিছুদিন থেকে পরে ফেরার টিকিট কাটব। কিন্তু চেক-ইনে গিয়ে জানানো হয়, রিটার্ন টিকিট ছাড়া বোর্ডিং পাস দেওয়া হবে না।”

তিনি জানান, শেষ মুহূর্তে অনলাইনে রিটার্ন টিকিট কাটতে গিয়ে তার দেড় ঘণ্টারও বেশি সময় লেগেছে। এরপরেই তিনি বোর্ডিং পাস পান।

আমিরাতের কয়েকজন ট্রাভেল অপারেটর খালিজ টাইমসকে বলেন, সৌদি কর্তৃপক্ষ প্রতিটি ওমরাহযাত্রীর ভ্রমণসূচি পরিষ্কারভাবে জানার জন্যই এই নতুন নির্দেশনা দিয়েছে।

“যে দেশ থেকেই যাত্রা করা হোক বা যেই ধরনের ভিসা থাকুক, এখন থেকে সবার জন্যই রিটার্ন টিকিট বাধ্যতামূলক,” তারা জানান।

নতুন এই নিয়মের ফলে ওমরাহযাত্রীদের আগেই সম্পূর্ণ ভ্রমণ পরিকল্পনা নিশ্চিত করতে হবে। অন্যথায় বিমানবন্দরে ঝামেলায় পড়ার আশঙ্কা রয়েছে। সূত্র: খালিজ টাইমস

এম

Wordbridge School
Link copied!