সৌদি আরবের সরকার অবৈধ প্রবাসীদের দেশে ফিরে যাওয়ার প্রক্রিয়াকে সহজ ও দ্রুততর করতে নতুন প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ নিতে যাচ্ছে। দেশটির পাসপোর্ট অধিদপ্তর সম্প্রতি ঘোষণা করেছে, ‘সেলফ-ডিপোর্টেশন প্ল্যাটফর্ম’ চালু করা হচ্ছে, যার মাধ্যমে প্রবাসীরা অনলাইনের মাধ্যমে আবেদন জমা দিয়ে স্বয়ংক্রিয়ভাবে দেশে ফেরার ব্যবস্থা নিতে পারবেন।
স্থানীয় সময় ৬ নভেম্বর অনুষ্ঠিত ডিজিটাল গভর্নমেন্ট ফোরাম ২০২৫-এ সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই নতুন উদ্ভাবনের তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় বলেছে, নতুন সিস্টেমটি দীর্ঘ দিনের জটিল প্রশাসনিক প্রক্রিয়াকে সরল করবে এবং প্রবাসীদের জন্য সময় সাশ্রয় করবে।
উল্লেখযোগ্যভাবে, দেশের বিমানবন্দর ও সীমান্ত পারাপারেও প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। ‘স্মার্ট ট্র্যাক’ নামে একটি সিস্টেম চালু হবে, যেখানে যাত্রীরা স্মার্ট ক্যামেরার মাধ্যমে পরিচয় যাচাই করে পাসপোর্ট কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ ছাড়াই সীমান্ত অতিক্রম করতে পারবেন।
সৌদি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ‘ডিজিটাল টুইনস’ নামে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি প্রযুক্তিও চালু হবে। এই প্রযুক্তি জনসমাগমের গতিবিধি বিশ্লেষণ, সীমান্তে অপেক্ষার সময় নির্ধারণ এবং সেবার মান পর্যবেক্ষণের কাজে ব্যবহার করা হবে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আশা, এসব উদ্যোগের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে দেশের ভ্রমণ ও প্রবাসী সেবা খাতে এক নতুন প্রযুক্তিনির্ভর যুগ শুরু হবে, যেখানে আধুনিক প্রযুক্তি হবে প্রতিটি প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু।
এম







































