• ঢাকা
  • বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হজে সেলফি বা ছবি তোলা নিয়ে যা বলল সৌদি কর্তৃপক্ষ


আন্তর্জাতিক ডেস্ক ডিসেম্বর ৯, ২০২৫, ০৬:৩৭ পিএম
হজে সেলফি বা ছবি তোলা নিয়ে যা বলল সৌদি কর্তৃপক্ষ

ফাইল ছবি

আসন্ন হজ ২০২৬ মৌসুমে পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববিতে ফটোগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে-সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এ দাবিকে ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সরকারি দপ্তর থেকে এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছে বিভিন্ন অফিসিয়াল সূত্র ও স্বীকৃত ফ্যাক্ট–চেকিং সংস্থা।

গত কয়েক সপ্তাহ ধরে কিছু সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট দাবি করছিল-ভিড় ও শৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে হজ মৌসুমে মোবাইল ফোনসহ সব ধরনের ছবি ও ভিডিও ধারণ বন্ধ করা হবে। কিন্তু সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় কিংবা সরকারের অন্য কোনো সংস্থা এ বিষয়ে কোনো ঘোষণা দেয়নি।

দ্য ইসমালিক ইনফরমেশন এ দাবি যাচাই করে জানায়, পবিত্র দুই মসজিদে ফটোগ্রাফি সংক্রান্ত কোনো নতুন নীতিমালা চালু হয়নি; বহাল আছে আগের নিয়মই। ইবাদতে ব্যাঘাত সৃষ্টি বা বাণিজ্যিক উদ্দেশ্যে ছবি তোলার বিরুদ্ধে পূর্ববর্তী নিষেধাজ্ঞাই এখন কার্যকর।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হজ বা রমজান ঘিরে প্রায়ই এ ধরনের ভুল তথ্য অনলাইনে ছড়িয়ে পড়ে। যাচাই না করেই অনেক মানুষ তা বিশ্বাসও করে ফেলেন। হাজিদের প্রতি অনুরোধ জানানো হয়েছে-তারা যেন কেবল সরকারের আনুষ্ঠানিক ঘোষণা বা নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্যেই নির্ভর করেন।

অতীতে, বিশেষ করে ২০১৭ সালের দিকে, বাণিজ্যিক উদ্দেশ্যে ছবি তোলা, পেশাদার ক্যামেরা ব্যবহার বা বড় সরঞ্জাম দিয়ে ইবাদতে ব্যাঘাত ঘটানোর বিরুদ্ধে কঠোরতা বাড়ানো হয়েছিল। তবে সাধারণ হাজিদের ব্যক্তিগত স্মৃতি ধারণে কোনো নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।

সব মিলিয়ে, হজ ২০২৬–কে ঘিরে ফটোগ্রাফি নিষিদ্ধ-এ ধরনের প্রচার যে একটি গুজব, তা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

এসএইচ 

Wordbridge School
Link copied!